গোপালগঞ্জে নারীর ওপর এসিড নিক্ষেপের অভিযোগ
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
গোপালগঞ্জের মুকসুদপুরে জমি নিয়ে বিরোধের জেরে অহুলা বিশ্বাস (৩৭) নামে এক নারীর ওপর এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ জলিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। অহুলা বিশ্বাস ওই গ্রামে রবি বিশ্বাসের স্ত্রী।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল, ‘‘জমিজমা নিয়ে অহুলা বিশ্বাসের ছেলের সঙ্গে একই গ্রামের বাউল বিশ্বাসের ছেলে সুবাস বিশ্বাসে মধ্যে বিরোধ ছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ২-৩টি মামলা চলমান রয়েছে। এর জেরে শুক্রবার রাতে ঘুমন্ত অহুলা বিশ্বাসের ওপর এসিড নিক্ষেপ করেন সুবাস বিশ্বাস। এতে তার শরীরের নিচের অংশ পুড়ে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/বাদল/রাজীব