ঢাকা     রোববার   ২৯ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৪ ১৪৩১

আমদানি বাড়ায় হিলিতে কমেছে পেঁয়াজ-আদার দাম 

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১১, ২৮ ডিসেম্বর ২০২৪  
আমদানি বাড়ায় হিলিতে কমেছে পেঁয়াজ-আদার দাম 

বাজারে দেশি পেঁয়াজ উঠাই ও ভারতীয় পেঁয়াজ আমদানি বৃদ্ধি পাওয়ায় দিনাজপুরের হিলি বন্দর বাজারে কমেছে পেঁয়াজ ও আদার দাম। প্রকার ভেদে খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকা ও আদা বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। দাম কমে যাওয়ায় খুশি সাধারণ ক্রেতা-বিক্রেতারা। 

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে হিলি পেঁয়াজ বাজার ঘুরে দেখা যায়, গত তিন সপ্তাহ আগে ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছিলো ৭০ থেকে ৮০ টাকা কেজি হিসেবে, আজ তা বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। আবার দেশি পেঁয়াজ বিক্রি করা হচ্ছে খুচরা ৫০ টাকা কেজিতে। এছাড়াও ২০০ টাকার আদা বর্তমানে বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। কম দামে কিনতে পেরে খুশি সাধারণ খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। 

বাজারে পেঁয়াজ কিনতে আসা লুৎফর রহমান বলেন, “কয়েকদিন পর বাজারে আসলাম। এর আগে পেঁয়াজের দাম ছিলো ৮০ টাকা কেজি, আজ তা ৪০ টাকা হিসেবে কিনতে পারলাম। দাম অনেকটা কমে গেছে। তবে যদি ২০ থেকে ২৫ টাকায় কিনতে পারতাম তাহলে আমাদের জন্য আরো ভাল হতো।” 

এ সময় আরেক ক্রেতা মফিদুল ইসলাম বলেন, “এর আগে আদার কেজি ২০০ টাকার উপরে ছিলো। আজ ১০০ টাকা কেজি পেলাম। এছাড়াও অন্যান্য সবজির দাম অনেক কমে গেছে। দাম কমে যাওয়ায় আমাদের মতো সাধারণ মানুষের অনেক উপকার হচ্ছে।” 

হিলি বাজারে পেঁয়াজ ব্যবসায়ী শাকিল আহমেদ বলেন, “পেঁয়াজ এবং আদার দাম কমে গেছে। তিন সপ্তাহ আগে খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি করেছিলাম ৮০ টাকা কেজি। আজ বিক্রি করছি ৪০ টাকা কেজি দরে। আবার ২০০ টাকা কেজির আদা আজ বিক্রি করছি ১০০ টাকা কেজি হিসেবে।” 

পেঁয়াজ আমদানিকারক শাহাবুল ইসলাম বলেন, “দেশের বাজারে দেশি পেঁয়াজ উঠতে শুরু করেছে এবং ভারত থেকে পর্যাপ্ত পেঁয়াজ আমদানি হচ্ছে। যার কারণে পেঁয়াজের দাম কমে গেছে। আবার আমদানি হওয়ায় আদার দামও কমে গেছে। আশা করছি আগামীতে আরো দাম কমে যাবে।”

ঢাকা/মোসলেম/ইমন 


সর্বশেষ

পাঠকপ্রিয়