এক্সপ্রেসওয়েতে ৩ গাড়িতে বাসের ধাক্কা: নিহত ৬, চালক আটক
মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
অভিযুক্ত বাস চালক মোহাম্মদ নূরুদ্দিন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা তিনটি গাড়িতে ধাক্কা দেওয়া সেই যাত্রীবাহী বাসের চালক মোহাম্মদ নূরুদ্দিনকে আটক করেছে র্যাব।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে তাকে আটক করে র্যাব-১০ সদস্যরা।
র্যাব ১০–এর সহকারী পরিচালক (গণমাধ্যম) তাপস কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “তিনটি গাড়িকে ধাক্কা দেওয়া বেপারী পরিবহন বাসটির চালক মোহাম্মদ নূরুদ্দিন। এ ঘটনার পর তিনি পালিয়ে সিদ্ধিরগঞ্জে যান। র্যাব ১০–এর সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করেন।”
র্যাব কর্মকর্তা তাপস জানান, নূরুদ্দিনকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। এ ঘটনায় সেই থানায় মামলাটি প্রক্রিয়াধীন। মামলা হলে তাকে গ্রেপ্তার দেখানো হবে।
উল্লেখ্য, গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা তিনটি গাড়িতে ধাক্কা দেয় যাত্রীবাহী একটি বাস। এতে একই পরিবারের চারজনসহ দুটি গাড়ির ছয় আরোহী নিহত ও চারজন আহত হন।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ জানান, ঘটনার সময় সেতুর টোল পরিশোধের জন্য একটি মাইক্রোবাস, একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল মাওয়ামুখী দাঁড়িয়ে ছিল। তখন ঢাকা-কুয়াকাটা পথে চলাচলকারী বেপারী পরিবহনের একটি বাস ওই তিন যানবাহনকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল ও প্রাইভেটকার দুমড়েমুচড়ে হতাহতের এ ঘটনা ঘটে।
ঢাকা/রতন/সনি