ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উদীচীর রাজশাহী জেলা সম্মেলন

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৭, ২৮ ডিসেম্বর ২০২৪  
উদীচীর রাজশাহী জেলা সম্মেলন

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর রাজশাহী জেলা সংসদের সম্মেলনের উদ্বোধন

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর রাজশাহী জেলা সংসদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ‘আমরা তো লড়ছি সমতার মন্ত্রে, থামবো না কখনোই শত ষড়যন্ত্রে’ স্লোগানে শনিবার (২৮ ডিসেম্বর) নগরের কুমারপাড়া মোড়ে সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সম্মেলনের সাংগঠনিক অধিবেশনে অধ্যক্ষ জুলফিকার আহমেদ গোলাপকে সভাপতি ও শাহিনুর রহমান সোনাকে সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য ৩৩ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।

এর আগে সকালে আলুপট্টি মোড়ে জাতীয় সংগীত ও সংগঠন সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও উদীচীর পতাকা উত্তোলন করা হয়। সম্মেলনের উদ্বোধন করেন ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি।

এরপর আলুপট্টি মোড় থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কুমারপাড়া উদীচী চত্বরে গিয়ে শেষ হয়। সম্মেলনে কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি বেলায়েত হোসেন ও জামসেদ আনোয়ার তপন।

উপস্থিত ছিলেন রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না, নৃত্যগুরু হাসিব পান্না, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অজিত কুমার মন্ডল, যুগ্ম আহ্বায়ক রণজিৎ কুমার দাস, সিপিবির রাজশাহীর সভাপতি হুমায়ুন রেজা জেনু, সাধারণ সম্পাদক আফতাব হোসেন কাজল প্রমুখ।

ঢাকা/কেয়া/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়