ঢাকা     সোমবার   ৩০ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৫ ১৪৩১

যশোরে সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

যশোর (অভয়নগর) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৫, ২৯ ডিসেম্বর ২০২৪   আপডেট: ০৮:৪০, ২৯ ডিসেম্বর ২০২৪
যশোরে সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

জিয়াউদ্দিন পলাশ। ফাইল ফটো

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউদ্দিন পলাশকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে।

শনিবার (২৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে নওয়াপাড়া আয়কর অফিসের পেছনের একটি পরিত্যক্ত ঘরে এ ঘটনা ঘটে। জিয়াউদ্দিন পলাশ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা পলাশকে উপর্যুপরি কুপিয়ে ফেলে রেখে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমাদুল করিম বলেন, ‘‘জিয়াউদ্দিন পলাশ নামের এক জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’’

উল্লেখ্য, প্রায় দুই যুগ আগে জিয়াউদ্দিন পলাশের বাবা ইব্রাহিম হোসেন সরদার দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছিলেন।

ঢাকা/প্রিয়ব্রত/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়