কৃষকের ৫০০ কলাগাছ কেটে দেওয়ার অভিযোগ যুবলীগ কর্মীর বিরুদ্ধে
পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পাবনার ঈশ্বরদীতে কৃষকের অন্তত ৫০০ কলাগাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় যুবলীগ কর্মীর বিরুদ্ধে। শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার দাশুড়িয়ার আজমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, প্রকাশ্যে ইমরানের কলাগাছ কাটার নেতৃত্ব দিয়েছেন এলাকার যুবলীগ কর্মী মুক্তার হোসেন। তার সঙ্গে অন্তত ১৫ জন উপস্থিত ছিলেন।
এ ঘটনায় ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সোয়াইবুর রহমান ইমরান।
ইমরান তার লিখিত অভিযোগে বলেছেন, দীর্ঘদিন ধরেই উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের আজমপুর গ্রামে কলার চাষ করছিলেন ইমরান। পাশেই যুবলীগ কর্মী মুক্তার হোসেন জমি কেনেন। পরে কৌশলে ইমরানের জমি দখলে নেওয়ার চেষ্টা করেন তিনি। জমি দখলে বাধা দেওয়ায় তিনি প্রকাশ্য দিবালোকে কলাগাছগুলো কেটে ফেলেন। ভুক্তভোগী কৃষক ইমরানের অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে এ ঘটনায়। ভুক্তভোগী কৃষক ইমরানের অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে এ ঘটনায়।
এ বিষয়ে অভিযুক্ত যুবলীগ কর্মী মুক্তার হোসেনের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, “এ ঘটনায় আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন শেষে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঢাকা/শাহীন/ইমন