তিন পা, চার হাত ও দুই মাথা নিয়ে নবজাতকের জন্ম
মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
মাগুরার শ্রীপুর উপজেলায় এক নারী তিন পা, চার হাত ও দুই মাথাবিশিষ্ট নবজাতকের জন্ম দিয়েছেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে চর চৌগাছি গ্রামে বাড়িতে স্বাভাবিকভাবে ওই সন্তানের জন্ম হয়।
ওই নারীর নাম মিতা খাতুন (২৬)। তিনি ওই গ্রামের হামিদ শেখের স্ত্রী। হামিদ শেখ পেশায় কৃষক। এই দম্পতির ঘরে পাঁচ বছরের মেয়ে ও তিন বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
হামিদ শেখ বলেন, ‘‘বাড়িতে স্বাভাবিকভাবে আমার স্ত্রী তিন পা, চার হাত ও দুই মাথাবিশিষ্ট এক নবজাতকের জন্ম দিয়েছে। শিশুটিকে প্রথমে দারিয়াপুর ও পরে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’’
মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কৃষ্ণপদ বিশ্বাস বলেন, ‘‘নির্ধারিত সময়ের ৫০ দিন আগে অচেতন অবস্থায় অস্বাভাবিক আকৃতির এক নবজাতকের জন্ম হয়েছে। শিশুটি তিন পা, চার হাত ও দুই মাথা নিয়ে ভূমিষ্ঠ হয়েছে। শিশুটি অসুস্থ থাকলেও তার মা সুস্থ আছেন।’’
ঢাকা/শাহীন/রাজীব