ঢাকা     বুধবার   ০১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৮ ১৪৩১

আদালতে আত্মসমর্পণ করলেন সাবেক পৌর মেয়র নাদের বখত

সুনামগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১০, ২৯ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৩:২৫, ২৯ ডিসেম্বর ২০২৪
আদালতে আত্মসমর্পণ করলেন সাবেক পৌর মেয়র নাদের বখত

সাবেক মেয়র নাদের বখত। ফাইল ছবি

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত ৯৯ জনকে আসামি করে মামলার অন্যতম আসামি সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নাদের বখত আদালতে আত্মসমর্পণ করেছেন। 

রোববার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক নির্জন মিত্রের আদালতে আত্মসমর্পণ করেন তিনি।

জানা যায়, সকালে সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নাদের বখত ছাড়াও আত্মসমর্পণ করেছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সদস্য সাহারুল আশলম আফজাল, ছাত্রলীগ নেতা মছিবুর। তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত সকলের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 

বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন সুনামগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক-২ অজয় চন্দ্র দেব। তিনি বলেন, “আজ নাদের বখতসহ পাঁচজন নেতাকর্মী আত্মসমর্পণ করেছেন। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা জামিনের জন্য আবেদন করেছিলেন, কিন্তু রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধীতা করেন। পরে জামিন না মঞ্জুর করে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

উল্লেখ, সুনামগঞ্জ শহরে ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের মিছিলে সাধারণ শিক্ষার্থীদের ওপর গুলি, সাউন্ড গ্রেনেড ও দেশীয় অস্ত্রসহ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় অনেক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের নির্দেশে পুলিশ ও যুবলীগ, ছাত্রলীগ এ হামলা চালায়। এ ঘটনায় ২ সেপ্টেম্বর সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা হয়। 

জেলার দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ নামের এক ব্যক্তি দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করেন। এই মামলায় সুনামগঞ্জ পৌর সভার সাবেক মেয়র নাদের বখতসহ ৯৯ জনকে আসামি করা হয়। বাদীর ভাই শিক্ষার্থী জহুর আহমদ হামলার ঘটনায় আহত হয়েছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ঢাকা/মনোয়ার/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়