ঢাকা     বুধবার   ০১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৮ ১৪৩১

এক্সপ্রেসওয়েতে নিহত ৬: বাসের মালিক গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৬, ২৯ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৬:৩৪, ২৯ ডিসেম্বর ২০২৪
এক্সপ্রেসওয়েতে নিহত ৬: বাসের মালিক গ্রেপ্তার

গ্রেপ্তার বাসের মালিক ডাব্লিউ ব্যাপারী ( গলায় চাদর জড়ানো), বাঁয়ে বাসের চালক নুরুন্নবী

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোলপ্লাজায় বেপরোয়া যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাইভেটকার ও মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে ছয়জন নিহতের ঘটনায় বাসের মালিক ডাব্লিউ ব্যাপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মাদারীপুরের শিবচর থেকে তাকে গ্রেপ্তার করে হাইওয়ে পুলিশ। 

রোববার (২৯ ডিসেম্নর) দুপুরে মুন্সীগঞ্জ হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সভাকক্ষে সংবাদ সম্মেলনে হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার আ ক ম আক্তারুজ্জামান বসুনিয়া এ তথ্য নিশ্চিত করেন। 

আরো পড়ুন:

সংবাদ সম্মেলনে আ ক ম আক্তারুজ্জামান জানান, ত্রুটিপূর্ণ বাসটি দুর্ঘটনার আগের দিন গ্যারেজ থেকে বের করা হয়। বাসটি ফিটনেসবিহীন ছিল। রুট পার্মিট ছিল মেয়াদোর্ত্তীর্ণ। এছাড়া চালক ছিলেন নেশাখোর। চালকের ড্রাইভিং লাইসেন্স ছিল না।

এ ঘটনায় শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে বাসচালক নুরুন্নবীসহ দুইজনকে গ্রেপ্তার করে র‌্যাব ও হাইওয়ে পুলিশ। পরে একজনকে জিজ্ঞাসাবাদ শেষে সম্পৃক্ততা না থাকায় ছেড়ে দেওয়া হয়৷ হেফাজতে নেওয়া হয় বাস চালক নুরুন্নবীকে। 

পুলিশ সুপার জানান, ওই দুর্ঘটনায় নিহত আমেনা বেগমের ভাই নুরুল আমীন বাদী হয়ে শনিবার কেরানীগঞ্জ থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় বাস মালিককেও আসামি করা হয়। এ কারণে বাস মালিক ডাব্লিউ ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দক্ষিণ কেরানীগঞ্জ ধলেশ্বরী টোল প্লাজায় টোল দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকা প্রাইভেটকার, মোটরসাইকেল ও মাইক্রোবাসে নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ব্যাপারী পরিবহনের যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে দুই শিশুসহ ৬ জন নিহত হয়।
 

ঢাকা/রতন/বকুল


সর্বশেষ

পাঠকপ্রিয়