ঢাকা     বুধবার   ০১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৮ ১৪৩১

বছরজুড়ে আলোচিত-সমালোচিত গোপালগঞ্জ

বাদল সাহা, গোপালগঞ্জ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৩, ২৯ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৬:৫১, ৩০ ডিসেম্বর ২০২৪
বছরজুড়ে আলোচিত-সমালোচিত গোপালগঞ্জ

বছরজুড়ে নানা ঘটনায় আলোচনা-সমালোচনায় ছিল গোপালগঞ্জ

বিদায় নিচ্ছে ২০২৪ সাল। বিদায়ী বছরে দক্ষিণ- পশ্চিমাঞ্চালের একটি জেলা গোপালগঞ্জের কিছু ঘটনা ছিল আলোচিত, আবার কিছু ছিল সমালোচিত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আওয়ামী লীগ সরকারের পতন, রাজনৈতিক হত্যাকাণ্ড, সেনাবাহিনীর উপর হামলা, সড়ক দুর্ঘটনাসহ ২০২৪ সাল আলোচনা-সমালোচনায় ভরপুর ছিলো গোপালগঞ্জ।

১৪ জানুয়ারি : বছরের শুরুতেই গোপালগঞ্জবাসী হারায় বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক খালেক বিন জয়েনউদদীনকে। খালেক বিন জয়েনউদদীন (৭০) রাজধানী ঢাকার নিজ ফ্লাটে ঘুমন্ত অবস্থায় মারা যান। পরদিন ১৫ জানুয়ারি দুপুরে খালেক বিন জয়েনউদদীনের মরদেহ ঢাকা থেকে তার জন্মভূমি কোটালীপাড়া উপজেলার চিত্রাপাড়া গ্রামের নিজ বাড়িতে নেওয়া হয়। জানাজা শেষে বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়। সাহিত্যিক খালেক বিন জয়েনউদীন ১৯৫৪ সালের ২৪ জানুয়ারি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার চিত্রাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। 

তার বাবার নাম আলহাজ মো. জয়েনউদদীন। ১৯৭৫ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এম এ পাস করেন। শিশুসাহিত্যে বিশেষ অবদানের কারণে ২০১৪ সালে খালেক বিন জয়েনউদদীন বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।

আরো পড়ুন:

৩০ জানুয়ারি : বাবার একাধিক বিয়ের বিষয় নিয়ে শাশুড়ির মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে জমিতে ব্যবহারের জন্য বাড়িতে থাকা কীটনাশক পান করেন এক নারী। প্রথমে মাদ্রাসায় পড়ুয়া ৮ বছরের মেয়ে আফসানা, আড়াই বছরের আমেনা ও দেড় বছরের মীমকেও বিষপান করান। পরে নিজে আত্মহত্যার জন্য ওই বিষ পান করেন। ৩১ জানুয়ারি সকালে ছোট মেয়ে দেড় বছরের মীম মারা যায়। যা ছিলো জেলার একটি আলোচনার বিষয়।

১৪ ফেব্রুয়ারি : ১৪ ফেব্রুয়ারি লিবিয়া থেকে ট্রলারযোগে ইতালির উদ্দেশ্যে রওনা দেন গোপালগঞ্জে মুকসুদপুর উপজেলার গয়লাকান্দি গ্রামের ইমরুল কায়েস আপন, বড়দিয়া গ্রামের দাদন শেখের ছেলে রিফাত শেখ ও ফতেপট্টি গ্রামের রাসেল শেখ। পথে তিউনেশিয়া উপকূলে ট্রলার ডুবিতে মারা যান এই তিন যুবক।

১৮ ফেব্রুয়ারি : গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের দূর্গাপুর গ্রামে সন্ধ্যায় বাড়ির উঠানে দাঁড়িয়ে মোবাইল ফোনে দুলাভাইয়ের সাথে কথা বলায় ছোট ভাই টুকু মিনার স্ত্রী বিউটি বেগম (৪৫) ও তার এসএসসি পরিক্ষার্থী মেয়ে লামিয়াকে (১৫) কুপিয়ে হত্যা করে বড় ভাই হারুন মিয়া। যা জেলায় চাঞ্চল্যের সৃষ্টি করে।

২ মার্চ : গোপালগঞ্জে মালিবাতা সেবাশ্রমের পূজারী হাসিলতা বিশ্বাসকে (৭০) মুখ ও হাত বেঁধে হত্যা করে দুর্বৃত্তরা। ৩ মার্চ সকালে ওই আশ্রম থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। 

১০ মার্চ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাবা-মার স্বপ্ন পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দিঘলীয়া গ্রামের সিদ্দিক হাওলাদারের ছোট ছেলে মলয়েশিয়া প্রবাসী মোরছালিন হাওলাদার। 

১৮ মার্চ : সোমবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হলে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয় জনপ্রিয় সংগীত শিল্পী খালিদ আনোয়ার সাইফুল্লাহকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলে রাত ১১টায় ঢাকার গ্রীন রোড জামে মসজিদে খালিদের প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ নেয় রাতেই গোপালগঞ্জে গ্রামের বাড়ির উদ্দেশ্য রওনা করা হয়। রাত সাড়ে তিনটায় গোপালগঞ্জ শহরের বাসায় পৌঁছায়। ১৯ মার্চ বাদ জোহর গোপালগঞ্জ এস এম মডেল সরকারি হাই স্কুল মাঠে সংগীত শিল্পীর জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। 

খালিদ সাইফুল্লাহ ১৯৬৩ সালে গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৮১ সাল থেকে গানের জগতে যাত্রা করেন জনপ্রিয় সংগীত শিল্পী খালিদ আনোয়ার সাইফুল্লাহ। এরপর ১৯৮৩ সালে যোগ দেন ‘চাইম’ ব্যান্ডে। এরপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক হিট গান উপহার দিয়ে অল্প সময়েই খ্যাতি পান খালিদ।

২০ মার্চ : গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন বোন, ভাবীসহ পাঁচজন নিহত হন। মুকসুদপুর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের রাঘদী ইউনিয়নের ডোমরাকান্দিতে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

১৪ মে : মঙ্গলবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ভূইয়াপাড়া এলাকায় সদর উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী বিজয়ী চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান ভূইয়া ও পরাজিত প্রার্থী বিএম লিয়াকত আলীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মো. ওসিকুর ভুইয়া (২৭) নামের এক যুবক। পরদিন মো. ওয়াসিকুর রহমান ভূঁইয়ার লাশ নিয়ে বিক্ষোভ করে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় নিহতের বোন পারুল বেগম বাদী হয়ে বিজয়ী চেয়ারম্যান মো. কামরুজ্জামান ভূঁইয়াসহ ৭৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

জুন ২৪ : এ মাসেই খবরের শিরোনামে আসেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। ২০১৫ থেকে ২০২০ সালে র‌্যাবের মহাপরিচালক এবং ২০২০ সাল থেকে থেকে ২০২২ পর্যন্ত আইজিপি থাকাকালীন গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগীটোল গ্রামে ৬২১ বিঘা জমির উপর গড়ে তোলেন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক। এ পার্কে জমির প্রায় সবই হিন্দু সম্প্রদায়কে ভয় দেখিয়ে, জোর করে এবং নানা কৌশলে জমি কেনা হলেও অনেক জমি দখল করা হয়েছে। বিষয়টি গণমাধ্যমে প্রচার হলে দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করে। পরে আদালত সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কসহ বিভিন্ন স্থাপনা ক্রোকের নির্দেশ দেন।

২১ জুন : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গজিনা গ্রামে কথা বলছে গাছ। এমন গুজবের পিছনে ছোটে অসংখ্য মানুষ। যা জেলা ছাড়িয়ে ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। গাছের কথা শুনতে হাজির হয় হাজার হাজার মানুষ। পরে প্রশাসনের হস্তক্ষেপে কেটে ফেলা হয় গাছটি।

৩ জুলাই : গোপালগঞ্জের ভাষা সৈনিক এ এম ফজলুর রহমান (৯১) বেলা সাড়ে ১১টায় গোপালগঞ্জ শহরের পাওয়ার হাউজ রোডের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়েন্নাইলাইহি রাজেউন)। তিনি আমৃত্যু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন করে গেছেন। টানা দুইবার তিনি তৎকালীন গোপালগঞ্জ মহকুমা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। ৫২’র ভাষা আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশ নেন। ভাষা আন্দোলনে অংশগ্রহণের কারণে ওই সময় তিনি গ্রেপ্তার হন এবং তিন মাস ফরিদপুর কারাগারে বন্দী জীবন যাপন করেন। কর্মজীবনে তিনি গোপালগঞ্জ কায়েদ-ই-আযম মেমোরিয়াল কলেজের (বর্তমান সরকারি বঙ্গবন্ধু কলেজ) কোষাধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।

৫ জুলাই : হাইকোর্ট কর্তৃক প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটাসহ ৫৬ শতাংশ কোটা পুনর্বহালের আদেশের বিরুদ্ধে এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে প্রথমবারেরমত বিক্ষোভ মিছল করে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। পরের দিন ৬ জুলাই একই দাবীতে বিক্ষোভ করেন তারা।

১২ জুলাই : কোটা সংস্কার আন্দোলনে সারাদেশে পুলিশের ন্যক্কারজনক হামলার প্রতিবাদে মশাল মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।

আগস্ট : কোটা আন্দোলনের বিপক্ষে থাকলেও ছাত্র জনাতার তীব্র আন্দোলনে এ মাসেই আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ফলে সারাদেশ জুড়ে আলোচনার কেন্দ্র বিন্দু ও সবার দৃষ্টি ছিল গোপালগঞ্জ জেলার দিকে।

৫ আগস্ট : ওই দিন তীব্র আন্দোনের ফলে হেলিকপ্টারে করে দেশ ত্যাগ করে ভারতে অবস্থান নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই আন্দোলনে নামে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পুরো জেলা জুড়ে থমথমে ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। প্রতিদিনই বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা। শেখ হাসিনাকে দেখে ফিরিয়ে আনতে শপথ নেন নেতাকর্মীরা। এরপর শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতাদের নামে দায়ের করা হত্যা মামলার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

১০ আগস্ট : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবীতে গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধকালে সেনাবাহিনীর সাথে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে সেনাবাহীনির ৪ সদস্য ও ৩ জন গুলিবিদ্ধসহ আহত-১৫ আহত হন। সদর উপজেলা গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। যা সারা দেশ আলোচনার সৃষ্টি করে। এ নিয়ে রাতভর গুজব সৃষ্টি হয় দেশ জুড়ে।

১৫ আগস্ট : শেখ হাসিনাকে ছাড়াই গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগসহ সর্বস্তরের সাধারণ মানুষ। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে সাথে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। বিগত বছরগুলোতে বঙ্গবন্ধু কন্যা শ্রদ্ধা জানালেও তিনি এবার উপস্থিত ছিলেন না।

২২ আগস্ট : গোপালগঞ্জে সেনা সদস্যদের উপর হামলা, গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০৬ জনের নাম উল্লেখ করে এবং অসংখ্য অজ্ঞাত আসামি করে মামলা করা ১০ ইস্ট বেংগল, যশোর সেনানিবাস এবং গোপালগঞ্জ শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অস্থায়ী আর্মি ক্যাম্পের কমান্ডার লেঃ কর্নেল মো. মাকসুদুল আলম বাদী হয়ে সদর থানায় এ মামলাটি দায়ের করেন।

২৭ আগস্ট : গোপালগঞ্জ আদালতে দায়েরকৃত মানহানীর মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানকে খালাস দেন আদালত। গোপালগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া এই খালাস প্রদানের আদেশ দেন। 

বিগত ২০১৪ সালের ১৭ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান আওয়ামী লীগকে নিয়ে কটুক্তি করে। এ ঘটনায় ওই বছরের ২১ ডিসেম্বর গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি আব্দুল হামিদ বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মানহানী মামলা দায়ের করেছিলেন।

১ সেপ্টেম্বর : গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ নারীসহ ৬ জন নিহত ও অন্তত ২৪ জন আহত হয়। ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতিতে এ দুর্ঘটনা ঘটে। 

খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস ঢাকা যাচ্ছিল। এসময় বাসটি ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতিতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে ও বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে বাসের ২ নারীসহ ৬ যাত্রী নিহত ও ২৪ যাত্রী আহত হন।

১৩ সেপ্টেম্বর : গোপালগঞ্জে বিএনপি ও স্বেচ্ছাসেবক দল এবং স্থানীয় জনতার মধ্যে সংঘর্ষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হন। এতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও তার স্ত্রী গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্নাসহ অন্তত ৩৫ জন আহত হয়েছে। এসময় বেশ কয়েকটি গাড়ি ও দোকান ভাঙচুর করা হয়। সন্ধ্যায় জেলা শহরের বেদগ্রাম মোড়ে জেলা বিএনপি আয়োজিত পথসভা শেষ করে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস. এম জিলানীর বাড়ী টুঙ্গিপাড়া যাওয়ার পথে এ হামলার ঘটনা ঘটে।

১৭ সেপ্টেম্বর : গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা শওকত আলী দিদার হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক মন্ত্রী ও গোপালগঞ্জ-০২ আসনের সাবেক সংসদ সদস্য স্থানীয় শেখ ফজলুল করিম সেলিমসহ ১১৮ জনের নাম উল্লেখ করে ও আজ্ঞাত ১৫০০ জনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। নিহতের স্ত্রী রাবেয়া রহমান বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন।

২৮ সেপ্টেম্বর : গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের শোভাযাত্রায় বাধা দেয় পুলিশ। শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শোভাযাত্রা বের করে সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগ। 

শোভাযাত্রাটি কলেজ ক্যাম্পাস ঘুরে সড়কের বের হতে চাইলে পুলিশ বাধা দেয়। সেসময় শোভাযাত্রা করতে পারেনি ছাত্রলীগ। এতে শোভাযাত্রায় অংশ নেওয়া অনেকেই গ্রেপ্তার এড়াতে দৌড়ে পালিয়ে যায়।

৮ নভেম্বর : কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় কোটালীপাড়ায় জামাল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। মাকে হারিয়ে ও বাবা গ্রেপ্তার হওয়ায় সদ্যজাত দুই বোনসহ তিন বোনকে নিয়ে বিপাকে পড়ে গোপালগঞ্জের শিশু সাজ্জাদ। যা দেশে জুড়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি করে।

১২ ডিসেম্বর : দেশের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বিগত বছরগুলো ধরে গোপালগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করে আসছে আবহাওয়া অফিস।

১৪ ডিসেম্বর : গোপালগঞ্জে কাভার্ট ভ্যানের চাপায় সাইফুল ইসলাম (৩৫) নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। তিনি গোপালগঞ্জ ডিএসবিতে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে পুলিশ প্রশাসনসহ জেলা জুড়ে শোকের সৃষ্টি হয়।

১৫ ডিসেম্বর : গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রাক-বড়দিন অনুষ্ঠানের খাবার খেয়ে শতাধিক শিশু-কিশোর অসুস্থ হয়ে পড়ে। কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের এজি চার্চের প্রাক-বড়দিনের অনুষ্ঠানে খাবার খেয়ে এ ঘটনা ঘটে। যা জেলা জুড়ে আলোচনার সৃষ্টি করে।

১৯ ডিসেম্বর : নানা অভিযোগের ভিত্তিতে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল। দুর্নীতি দমন কমিশনের গোপালগঞ্জ জেলা কার্যালয়ে উপ-পরিচালক মো. মশিউর রহমানের নেতৃত্বে দুদকের একটি দল হাসপাতালের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় ১০ টাকার টিকিটের স্থলে ২০ টাকা নেওয়া, সার্টিফিকেটের বিনিময়ে আর্থিক লেনদেন, সময়মতো চিকিৎসকদের হাসপাতালে উপস্থিত না হওয়া, রোগীদের ভোগান্তি, সরকারি ওষুধের হিসাবের অনিয়ম, রোগীদের জন্য রান্না করা অস্বাস্থ্যকর খাবারসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পায়। 

রাজনৈতিক মামলা : ছাত্রলীগের নিষিদ্ধ করার পর থেকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয় নেতাকর্মীদের। ফলে গা ঢাকা দিতে বাধ্য হয় নেতাকর্মীরা। এদিকে, স্বেচ্ছাসেবক দল নেতা দিদার হত্যা ও সেনাবাহিনীর উপর হামলার ঘটনায় আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতার্মীদের গ্রেপ্তার অব্যাহত রয়েছে।

নির্বাচন : বছরের শুরুর ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনকে ঘিরে উত্তাপ ছিল গোপালগঞ্জের তিনটি আসনে। বিশেষ করে গোপালগঞ্জ-০১ আসসনটি ছিল আলোচনা কেন্দ্র বিন্দুতে। এ আসেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানের প্রতিদ্বন্দ্বি হন সাবেক উপজেলা চেয়ারম্যান কাবির মিয়া। 

এ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান ১ লাখ ১৯ হাজার ২৯৯ ভোট। এর বিপরীতেব তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের প্রার্থী কাবির মিয়া পান ১ লাখ ৭ হাজার ৫৩০ ভোট। আসনটিতে কর্নেল (অব.) ফারুক খান তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১১ হাজার ৭৬৯ ভোট বেশি পেয়ে জয়লাভ করেন। 

এছাড়া গোপালগঞ্জ-০২ আসনে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলুল করিম সেলিম ও গোপালগঞ্জ-৩ আসন থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জয়লাভ করেন।

ঢাকা/সনি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়