না.গঞ্জে অ্যাম্বুলেন্স-অটোরিকশা সংঘর্ষ, নারী নিহত
নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
দুর্ঘটনাকবলিত অটোরিকশা
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজা এলাকায় অ্যাম্বুলেন্স ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আলেয়া খাতুন (৬০) নামে নারী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় চারজন আহত হয়েছে।
ররিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের অংশে মেঘনা ব্রিজের প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলেয়া খাতুন (৬০) বরিশালের পিরোজপুর উপজেলার নাজিরপুরের রঘুনাথপুর গ্রামের মৃত মান্নান মিয়ার স্ত্রী। আহতদের পরিচয় জানা যায়নি।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মোরশেদ জানান, মেঘনা টোল প্লাজার উল্টোপথ দিয়ে মেঘনা ব্রিজে উঠার সময় প্রবেশমুখে ঢাকাগামী অ্যাম্বুলেন্সের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক নারীর মৃত্যু হয়। সিএনজিচালিত অটোরিকশায় থাকা বাকি পাঁচজন আহত হয়। অ্যাম্বুলেন্সটি (ঢাকা-মেট্রো-৭১৪৪৩০) জব্দ করা হয়েছে। আহতদের স্থানীয়দের সহায়তায় হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/অনিক/বকুল