সিলেটের শাহী ঈদগাহে হারিছ চৌধুরীর দেহাবশেষে শ্রদ্ধা
সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে হারিছ চৌধুরীর দেহাবশেষে শ্রদ্ধা জানানো হয়
সিলেটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা হারিছ চৌধুরীর মরদেহে শ্রদ্ধা জানানো হয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) বাদ জোহর সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে দেহাবশেষকে সামনে রেখে মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে কফিনে জেলা ও মহানগর বিএনপি ফুলেল শ্রদ্ধা জানায়।
দুপুরে ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে করে হারিছ চৌধুরীর দেহাবশেষ সিলেটে নেওয়া হয়। পরে দাফনের উদ্দেশ্যে সিলেটের কানাইঘাটে নিয়ে যাওয়া হয়। সেখানে হারিছ চৌধুরীর বাবার প্রতিষ্ঠিত ‘শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা’ আঙিনায় দেহবশেষ দাফনের সিদ্ধান্ত রেওয়া হয়েছে।
সিলেটের শাহী ঈদগাহে দোয়া মাহফিলের পূর্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আরও উপস্থিতি ছিলেন বাংলাদেশ মিশনের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। তিনি মরহুম হারিছ চৌধুরীর বিভিন্ন স্মৃতিচারণ করেন। পরিবারের পক্ষে হারিছ চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী বক্তব্য রাখেন।
ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী বলেন, “বাবার পরিচয় নিশ্চিত ও শেষ ইচ্ছা পূরণ দাদার কবরস্থানের পাশে দাফন করা ছিল বড় চ্যালেঞ্জ। আমরা সেই চ্যালেঞ্জে বিজয়ী হয়েছি। এতে যারা সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা রইলো।”
উল্লেখ্য, ২০২১ সালের ৩ সেপ্টেম্বর হারিছ চৌধুরী মৃত্যুবরণ করলে ওই সময় আওয়ামী লীগ সরকারের রোষাণল ও নির্যাতন থেকে রক্ষা পেতে তার পরিচয় গোপন করে অধ্যাপক মাহমুদুর রহমান নামে সাভারের বিরুলিয়ায় জামিয়া খাতামুন্নাবিয়্যিন মাদ্রাসা প্রাঙ্গনে তাকে দাফন করা হয়।
পরবর্তীতে কন্যা সামিরার এক রিটের প্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়। কবর থেকে লাশ তোলার পর ডিএনএ পরীক্ষার জন্য সিআইডি নমুনা সংগ্রহ করে এবং লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়।
পরবর্তীতে ডিএনএ টেস্টে লাশটি হারিছ চৌধুরীর নিশ্চিত হওয়ার পর পরিবারের পক্ষ থেকে তার লাশ সিলেটে দাফন করার ব্যবস্থা নেওয়া হয়।
ঢাকা/নূর/সনি