ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে মধ্যরাতে কাঠের কারখানা পুড়ে ছাই 

নিজস্ব প্রতিবেদক,  চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৪, ৩০ ডিসেম্বর ২০২৪   আপডেট: ০৯:০৭, ৩০ ডিসেম্বর ২০২৪
চট্টগ্রামে মধ্যরাতে কাঠের কারখানা পুড়ে ছাই 

চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলীর সিডিএ এলাকায় একটি বড় কাঠের কারখানা মধ্যরাতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়েছে । 

রবিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ।

সোমবার (৩০ ডিসেম্বর) চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে সকালে জানানো হয়, দিবাগত রাত সোয়া ২টার দিকে কাট্টলি এলাকার বড় একটি কাঠ ও ফার্নিচার কারখানায় আগুন লাগে। আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নিকটস্থ বিভিন্ন স্টেশন থেকে ৫টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় ভোর ৪ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। 

ঢাকা/রেজাউল/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়