ঢাকা     বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

নিষিদ্ধ না হলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে বাধা নেই: সিইসি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৮, ৩০ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৪:১৭, ৩০ ডিসেম্বর ২০২৪
নিষিদ্ধ না হলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে বাধা নেই: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ‘‘সরকার কিংবা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে দলটির নির্বাচনে অংশ নিতে বাধা নেই।’’

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেছেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘‘আওয়ামী লীগের নির্বাচনের অংশগ্রহণের বিষয়টি মূলত রাজনৈতিক সিদ্ধান্ত অথবা আদালতের সিদ্ধান্ত। শুনেছি, দলটি যাতে নির্বচনে না আসতে পারে সেজন্য কেউ কেউ মামলা করেছেন। এক্ষেত্রে আদালত যে রায় দিবেন; আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব।’’

আরো পড়ুন:

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘‘দল করার শাসনতান্ত্রিক অধিকার সবারই আছে। আপনারা যে দলটির (আওয়ামী লীগ) কথা বলছেন, তারা অনেক আগে থেকেই রেজিস্ট্রেশন প্রাপ্ত। সরকার যদি সেই দলকে নিষিদ্ধ ঘোষণা না করে আমরা তাদের রেজিস্ট্রেশন বাতিল করতে পারি না।’’

মতবিনিময় সভায় চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুছ আলীসহ চট্টগ্রাম বিভাগের নির্বাচন কর্মকর্তারা অংশ নেন।

ঢাকা/রেজাউল/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়