ঢাকা     বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৮ ১৪৩১

গোপালগঞ্জে আগুনে পুড়েছে ৩ দোকান

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৮, ৩০ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৫:২৩, ৩০ ডিসেম্বর ২০২৪
গোপালগঞ্জে আগুনে পুড়েছে ৩ দোকান

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে ৩টি দোকান পুড়ে গেছে। সোমবার (৩০ ডিসেম্বর) ভোররাতে ঘাঘর বাজারের খেয়াঘাট ভাঙ্গাড়িপট্টিতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে তাদের ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

কোটালীপাড়া ফায়ার স্টেশনের অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম বলেন, ‘‘খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’’

আরো পড়ুন:

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, ‘‘অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ খুঁজে বের করা হবে।’’

ঢাকা/বাদল/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়