ঢাকা     বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৮ ১৪৩১

২০ মণ শাপলাপাতা মাছ জব্দ, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতাসহ আটক ৯

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১০, ৩০ ডিসেম্বর ২০২৪  
২০ মণ শাপলাপাতা মাছ জব্দ, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতাসহ আটক ৯

পটুয়াখালীর কলাপাড়ায় একটি পিকআপ ভ্যানসহ বিপন্ন প্রজাতির ২০ মণ শাপলাপাতা মাছ জব্দ করেছে পুলিশ। এসময় পিকআপের চালক, হেলপার এবং চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতাসহ ৯ জন আটক হয়েছেন। 

সোমবার (৩০ ডিসেম্বর) মধ্যরাতে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের বিশকানি এলাকা থেকে মাছ জব্দ ও আটকের ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম।

কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম জানান, সোমবার রাত ৩টার দিকে মহিপুর মৎস্য বন্দর থেকে শাপলাপাতা মাছ পিকআপ ভ্যানে পাচার করছিল একটি চক্র। পিকআপ ভ্যানটি বিশকানি এলাকায় পৌঁছলে পুলিশ পরিচয়ে টিয়াখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক জুয়েল রানা (৩২) ও একই ইনিয়নের ছাত্রদল সভাপতি মো. ইমরানসহ তাদের সঙ্গীয় সাতজন পিকআপ ভ্যানের চালকের কাছে চাঁদা দাবি এবং কিছু মাছ লুট করেন।

আরো পড়ুন:

খবর পেলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি চাকু, প্রাইভেটকার, মোটরসাইকেল ও অটোরিকশাসহ ৯ জনকে আটক করে। একই সঙ্গে ২০ মণ শাপলাপাতা মাছসহ পিকআপ ভ্যানটি জব্দ করা হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঢাকা/ইমরান/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়