ঢাকা     শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২০ ১৪৩১

কারাগারের ভেতরে বাবার জানাজা পড়লেন ইউপি চেয়ারম্যান রুবেল

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩০, ৩০ ডিসেম্বর ২০২৪  
কারাগারের ভেতরে বাবার জানাজা পড়লেন ইউপি চেয়ারম্যান রুবেল

বুরুদিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল হুদা রুবেলের বাবার মরদেহবাহী গাড়ি সোমবার দুপুরে কিশোরগঞ্জ কারাগারের জেলগেটে নিয়ে যাওয়া হয়

প্যারোলে মুক্তি না পাওয়ায় কারগারের ভেতরে বাবা জিয়া উদ্দিনের জানাজায় অংশ নিয়েছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল হুদা রুবেল।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলগেট থেকে মরদেহবাহী অ্যাম্বুল্যান্সটি কারাগারের ভেতরে নিয়ে যায় কারা কর্তৃপক্ষ। পরে সেখানে বাবার জানাজা পড়েন রুবেল। 

এর আগে গতকাল রবিবার রাতে ইউপি চেয়ারম্যান রুবেলের বাবা জিয়া উদ্দিন রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে মারা যান। 

আরো পড়ুন:

জানা গেছে, গতকাল রবিবার রাতে ইউপি চেয়ারম্যান রুবেলের বাবা জিয়া উদ্দিন রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে মারা যান। ইউপি চেয়ারম্যানের আইনজীবী সুজিত কুমার দে জেলা প্রশাসকের কাছে বাবার জানাজায় অংশ নিতে রুবেলকে প্যারোলে মুক্তি দিতে আবেদন করেন। 

অতিরিক্ত জেলা ‌ম্যাজিস্ট্রেট (এডিএম) মিজাবে রহমত জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতামত নিয়ে নিরাপত্তার স্বার্থে আবেদনটি নামঞ্জুর করা হয়। একই সঙ্গে গ্রেপ্তার ব্যক্তিকে তার মৃত বাবাকে জেলগেটে দেখানোর ব্যবস্থা করতে কারা কর্তৃপক্ষকে বলা হয়।

রুবেলর মা নূর জাহান বেগম বলেন, “অনেক চেষ্টা করেও কিছুক্ষণের জন্য ছেলের মুক্তির ব্যবস্থা করা যায়নি। তাই জেলেই বাবার লাশ নিয়ে এসেছি ছেলেকে একনজর দেখানোর জন্য‌। পরে বাড়িতে আবারো ওর বাবার জানাজা হবে।” 

তিনি আরো বলেন, “আমার ছেলে আওয়ামী লীগকে সমর্থন করে। তবে কোনো পদে নেই। আওয়ামী লীগ সমর্থক হওয়ার কারণেই তার বিরুদ্ধে তিনটি মামলা করা হয়েছে।”

স্বজনরা জানান, দুপুর ১২টার দিকে মরদেহবাহী অ্যাম্বুল্যান্স কারাগারে নিয়ে যাওয়া হয়। মরদেহের সঙ্গে ইউপি চেয়ারম্যান রুবেলের মা নূরজাহান বেগম ও অন্য স্বজনরাও সেখানে যান। তবে সব স্বজন রুবেলের সঙ্গে দেখা করতে পারেননি। দুপুর সাড়ে ১২টার দিকে অ্যাম্বুল্যান্সটি কারাগারের ভেতরে নিয়ে যায় কারা কর্তৃপক্ষ। সেখানেই বাবার মরদেহ শেষবারের মতো দেখেন রুবেল। কারাগারের ভেতরেই বাবার জানাজায় অংশ নেন তিনি। এরপর মা নূরজাহান বেগমকে ছেলের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হয় কয়েক মিনিটের জন্য।

 

প্রসঙ্গত, গত ২ নভেম্বর আওয়ামী লীগ সমর্থক বুরুদিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল হুদা রুবেলকে গ্রেপ্তার করে র‌্যাব। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলাসহ বিভিন্ন অভিযোগে তিনটি মামলা রয়েছে তার বিরুদ্ধে। বর্তমানে তিনি জেল হাজতে বন্দি রয়েছেন।

ঢাকা/রুমন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়