স্বৈরশাসকেরা পালিয়ে গেলে আর ফিরে আসে না: ডা. শফিকুর
ঠাকুরগাও প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘‘আওয়ামী লীগের ডামি সরকার বলেই সামান্য একটু ফুতে উড়ে গেছে। স্বৈরশাসকরা একবার পালিয়ে গেলে আর ফিরে আসে না।’’
সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও বালক উচ্চবিদ্যালয় মাঠে ঠাকুরগাঁও জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
ডা. শফিকুল ইসলাম বলেন, ‘‘আওয়ামী লীগ ১৪ সালের ইলেকশনে ১৫৪টি আসন জিতেছিল বিনাপ্রতিদ্বন্দ্বিতায়। ১৮ তে হয়েছে মিডনাইট নির্বাচন। আর ২৪ এ হয়েছে আমি ডামি নির্বাচন। আওয়ামী লীগের ডামি সরকার ছিল বলেই সামান্য একটু ফু তে উড়ে গেছে।’’
তিনি বলেন, ‘‘এখন আওয়ামী লীগ হুংকার দিচ্ছে, তারা আবার ফিরে আসবে। আবার দেশ দখল করবে। আবার আগের মতো তাণ্ডব চালাবে। কিন্তু স্বৈরশাসকরা একবার পালিয়ে গেলে আর ফিরে আসে না। বিশ্বের ইতিহাসে বিগত সময়ে পালিয়ে যাওয়া স্বৈরশাসকরা আর ফিরে আসেনি।’’
ডা. শফিকুর রহমান বলেন, ‘‘যারা বিগত সময়ে দেশ শাসন করেছেন, তারা জনগণের আমানত রক্ষা করেননি। তারা জনগণের আমানত নিজের পকেটে ভরেছেন। তারা তছরুপ, চুরি, ডাকাতি, জনগণের টাকা লুটপাট করেছেন এবং সেই টাকা দেশের বাইরে পাচার করেছেন।’’
ঠাকুরগাঁওয়ে ১৭ বছর পর জামায়াতে ইসলামীর কর্মিসভায় শত শত মানুষের উপস্থিতিতে দলের বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য রাখেন।
ঢাকা/হিমেল/বকুল