রাজশাহীর আ.লীগ নেতা ডাবলু ২ দিনের রিমান্ডে
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ডাবলু সরকারের আদালতে নেওয়া হয়
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক ফয়সাল তারেক তার রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড শুনানির জন্য ডাবলু সরকারকে এ দিন দুপুরে কারাগার থেকে এনে আদালতে তোলা হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আদালত পরিদর্শক আবদুর রফিক রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
আবদুর রফিক জানান, ছাত্র-জনতার ওপর হামলার একটি মামলায় ডাবলু সরকারের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলাটি তদন্ত করছে নগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মামলার তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত দুই দিন মঞ্জুর করেছেন।
ডাবলু সরকারের পক্ষ থেকে জামিনের আবেদন করা হয়নি বলেও জানান পুলিশ পরিদর্শক আবদুর রফিক।
গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর ৪ অক্টোবর গ্রেপ্তার হন ডাবলু সরকার। তার বিরুদ্ধে রাজশাহীতে দুটি হত্যাসহ বেশকিছু মামলা হয়েছে। এরইমধ্যে কয়েকটি মামলায় তিনি কয়েক দফা রিমান্ডে থেকেছেন। গত ২৩ ডিসেম্বর আদালত তাকে এক দিনের রিমান্ডে পাঠিয়েছিলেন।
ঢাকা/কেয়া/বকুল