ঢাকা     বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

নরসিংদীর আদালত প্রাঙ্গণে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, এসআই আহত

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০০, ৩০ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২৩:০৫, ৩০ ডিসেম্বর ২০২৪
নরসিংদীর আদালত প্রাঙ্গণে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, এসআই আহত

ফাইল ফটো

নরসিংদী জেলা জজ আদালতের গেটে পুলিশের কাছ থেকে হত্যা মামলার দুই আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে আসামিদের স্বজনরা বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় মনোহরদী থানার উপ-পরিদর্শক (এসআই) টিটুল হোসাইন আহত হয়েছেন। 

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণের ৩ নম্বর গেটে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন নরসিংদী আদালত পুলিশের পরিদর্শক খন্দকার জাকির হোসেন। 

এসআই টিটুল হোসাইন জানান, মনোহরদী থানার একটি হত্যা মামলার দুই আসামী সেলিম মিয়া (২৯) ও পারভেজকে (২৩) গতকাল রবিবার গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে আসামিদের আদালতে হাজির করার জন্য সরকারি গাড়িতে করে নরসিংদীর পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে গাড়িটি রেখে আসামিদের নিয়ে পায়ে হেঁটে পাশেই অবস্থিত আদালতে যাচ্ছিলেন পুলিশ সদস্যরা। 

আরো পড়ুন:

আদালতে প্রবেশ করার সময় ৩ নম্বর গেটে ১০-১৫ জন স্বজন পুলিশের কাছ থেকে দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এতে এসআই টিটুল হোসাইন আহত হন। তিনি প্রাথমিক চিকিৎসা নেন। এক পর্যায়ে আদালতের অন্যান্য পুলিশ সদস্যরা এগিয়ে এলে তারা পালিয়ে যান। পরে দ্রুত আসামিদের আদালতের ভেতরে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় সদর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এসআই টিটুল হোসাইন। 

গ্রেপ্তারকৃতদের মধ্যে সেলিম মিয়া মনোহরদী উপজেলার দৌলতপুর এলাকার ফজলুল হকের ছেলে। পারভেজ মিয়া কোচের চর এলাকার মাসুদ মিয়ার ছেলে। গত ১৭ নভেম্বর চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা মামলার আসামি তারা।

ঢাকা/হৃদয়/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়