ঢাকা     বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৪ ১৪৩২

আশুলিয়ায় কাঁচাবাজারে আগুন এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে 

সাভার প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:০৩, ৩১ ডিসেম্বর ২০২৪  
আশুলিয়ায় কাঁচাবাজারে আগুন এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে 

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। 

সোমবার রাত ১০টা ৪৫ মিনিটের দিকে উপজেলার বাইপাইল মোড়ের পাশে একটি কাঁচাবাজারে আগুনের সূত্রপাত হয়। ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার প্রণব চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন। 

তার দেওয়া তথ্য অনুযায়ী, রাত ১০টা ৪৫ মিনিটের দিকে আগুনের খবর পাওয়া পান তারা। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ও জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট মোট ছয়টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর ১১টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রাত ১০টা ৪৫ মিনিটের দিকে হঠাৎই আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে হাত দেয়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। হোটেলের চুলা কিংবা বিড়ির আগুন থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছেন স্থানীয় ব্যবসায়ীরা। যদিও ফায়ার সার্ভিসের ধারণা, শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে।

ঢাকা/সাব্বির/রাসেল


সর্বশেষ

পাঠকপ্রিয়