খুলনায় আওয়ামী লীগ নেতা মুন্সি সোহাগ কারাগারে
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম
খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সী মাহাবুব আলম সোহাগকে (৫৭) গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
খালিশপুর বিএনপির অফিস ভাঙচুরের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার (৩০ ডিসেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে রোববার রাতে নগরীর তারের পুকুর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মাহাবুব আলম সোহাগ খুলনা থেকে প্রকাশিত দেশ সংযোগ পত্রিকার সম্পাদক ও প্রকাশক। এছাড়া তিনি খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি।
নগর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর আলম বলেন, “একাধিক মামলার আসামি মুন্সী মাহাবুব আলম সোহাগকে গ্রেপ্তারের জন্য কয়েক দিন ধরে গোয়েন্দা নজরদারি করা হয়। এরই মধ্যে রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর তারের পুকুর এলাকার হাজি মেহের আলী সড়কের নিজ বাসায় তার অবস্থান জানতে পেরে সেখানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো বলেন, “গত ৩ আগস্ট খালিশপুর থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এ হাজির করা হয়। তবে মামলার জামিন বা রিমান্ডের শুনানি হয়নি। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আরো অনেক অভিযোগ রয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”
ঢাকা/নুরুজ্জামান/ইমন