ঢাকা     শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

‘সাজেক ফেস্টিভ্যাল’ এ আজ আনন্দে মেতে উঠবে রাঙামাটি

রাঙামাটি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৮, ৩১ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১১:৪১, ৩১ ডিসেম্বর ২০২৪
‘সাজেক ফেস্টিভ্যাল’ এ আজ আনন্দে মেতে উঠবে রাঙামাটি

‘সাজেক ফেস্টিভ্যাল’ উপলক্ষে সাজসজ্জা

বছরের শেষ দিনে থার্টি ফার্স্ট নাইটে মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে সাজেক ফেস্টিভ্যাল-এর।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে কটেজ মালিক সমিতি অব সাজেকের উদ্যোগে এবং মনটানা রেস্টুরেন্টের পরিচালনায় নানান আয়োজনে উদযাপিত হবে সাজেক ফেস্টিভ্যাল। এখন চলছে উৎসব আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি। 

কটেজ মালিক সমিতি অব সাজেক সূত্রে জানা যায়, সাজেক ভ্যালি এবং পাহাড়ের ইতিহাস, ঐতিহ্যকে দেশের মানুষের সামনে তুলে ধরতে এইবার প্রথবারের মতো এমন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে লাইভ মিউজিক পারফরম্যান্স, ক্যাম্পফায়ার, ট্রেডিশনাল হেরিটেজ প্রদর্শনী, কালচারাল শো এবং ট্রেডিশনাল নৃত্য, গেমস, সম্মাননা ও পুরস্কার বিতরণী থাকবে। আজ (মঙ্গলবার) বিকেল থেকে অনুষ্ঠান শুরু হয়ে চলবে রাত পর্যন্ত। অনুষ্ঠানে সাজেকে বেড়াতে যাওয়া পর্যটকরা অংশ নিতে পারবেন। 

‘সাজেক ফেস্টিভ্যাল’ উপলক্ষে আঁকা গ্রাফিতি চিত্র

মেঘপুঞ্জি রিসোর্টের ব্যবস্থাপক পুষ্প চাকমা বলেন, “ফেস্টিভ্যাল উপলক্ষে আমাদের রিসোর্টে শতভাগ বুকিং রয়েছে। গতকাল মোটামুটি পর্যটক এসেছে। আজ অনেক পর্যটকের সমাগম হবে বলে আশা করছি।” 

কটেজ মালিক সমিতি অব সাজেকের সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বলেন, “সাজেকের ইমেজ সারাদেশের মানুষের কাছে তুলে ধরতে এবং পর্যটকদের নতুন আয়োজনে বরণ করে নিতে আমাদের এই উদ্যোগ। আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ফেস্টিভ্যালে বিভিন্ন কালচারাল ইভেন্টের পাশাপাশি গেমসসহ আরো অন্যান্য প্রোগ্রাম থাকবে। আশা করছি খুবই উপভোগ্য একটি প্রোগ্রাম হবে।” 

ফেস্টিভ্যাল পার্টনার হিসেবে আছে সাজেক লুসাই গ্রাম এবং স্পন্সর করেছে ম্যাডভেঞ্চার রিসোর্ট সাজেক। 

ঢাকা/শংকর/টিপু 


সর্বশেষ

পাঠকপ্রিয়