ঢাকা     রোববার   ২৭ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১৪ ১৪৩২

নড়াইলে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

নড়াইল প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৬, ৩১ ডিসেম্বর ২০২৪  
নড়াইলে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

নড়াইল সদর উপজেলায় কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়ের চৌগাছা বাস স্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ইমদাদুল মোল্যা (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ইমদাদুল মোল্যা সদর উপজেলার বুড়িখালি গ্রামের জামাল মোল্যার ছেলে। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে ইমদাদুল মোল্যা সদর উপজেলার চৌগাছা বাজারে নিজের মুদি দোকান থেকে মোটরসাইকেল যোগে কালনা-যশোর-বেনাপোল মহাসড়ক দিয়ে নিজ বাড়ি বুড়িখালির দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে যশোরগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান। 

নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানার (ওসি) জাফর আহমেদ বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।”

ঢাকা/শরিফুল/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়