এবার টেকনাফে অটোরিকশা চালকসহ ৮ জন অপহরণ
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং-শামলাপুর সড়ক থেকে সিএনজি চালিত দুইটি অটোরিকশার চালকসহ আট জন অপহরণ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শোভন কুমার শাহা।
আরো পড়ুন: টেকনাফে ১৯ বনকর্মী অপহরণ, উদ্ধারে অভিযান শুরু
এর আগে গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) টেকনাফের জাদিমুড়া পাহাড়ে বন বিভাগের কাজে নিযুক্ত রোহিঙ্গা ও স্থানীয় শ্রমিকসহ ১৯ জন অপহরণের শিকার হন। তাদের উদ্ধার এখনো সম্ভব হয়নি।
শামলাপুর সিএনজি চালিত অটোরিকশার লাইনম্যান মো. আবদুর রহিম জানান, হোয়াইক্যং থেকে শামলাপুরগামী দুটি সিএনজি চালিত অটোরিকশা সড়কের ঢালা এলাকায় পৌঁছায়। এসময় ডাকাত দলের সদস্যরা দুই অটোরিকশার চালকসহ আট জনকে অপহরণ করেছে বলে জানা গেছে।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শোভন কুমার শাহা জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। দুইটি সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। অপহৃতদের সংখ্যা ও পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। তাদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।
ঢাকা/তারেকুর/মাসুদ