ঢাকা     শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

 রাতে কোনো ভোট হবে না: ধর্ম উপদেষ্টা

ঝালকাঠি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১০, ৩১ ডিসেম্বর ২০২৪  
 রাতে কোনো ভোট হবে না: ধর্ম উপদেষ্টা

মঙ্গলবার সকালে ঝালকাঠির নেছারাবাদ এনএস কামিল মাদরাসায় আয়োজিত আলোচনা সভায় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বক্তব্য দেন

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “এ দেশে উন্নয়নে আসুন আমরা একযোগে কাজ করি। আজকে আমরা ক্ষমতায় আছি, বিগত দিনে আরেক দল ছিল, আগামী দিনে আরেক দল আসবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে দিনের আলোতে, রাতে কোনো ভোট হবে না।” 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঝালকাঠির নেছারাবাদ এনএস কামিল মাদরাসায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আ ফ ম খালিদ হোসেন বলেন, “আমাদের পাশ্ববর্তী দেশ ভারত মিথ্য অভিযোগ করে বলছে, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। যা সম্পূর্ণ মিথ্যা বরং আমরা বলতে পারি, ভারতে মুসলমানরা নির্যাতিত হচ্ছে।” 

আরো পড়ুন:

তিনি আরো বলেন, “আমরা এ দেশের প্রতিটি নাগরিককে সম্মান জানাই। আমাদের দেশে সংখ্যালঘুরা নিরাপদে আছেন। তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান নিরাপদে ও নির্বিঘ্নে পালন করতে পারছেন। গত ৫ আগস্ট থেকে ১০ আগস্ট কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, যারা এসব ঘটনায় জড়িত আমরা তাদের আইনের আওতায় এনে বিচার করব।” 

উপদেষ্টা বলেন, “যারা হিন্দুদের বাড়িতে আগুন দিয়েছে, উপাসনালয়ে ভাঙচুর করেছে তাদের ছাড় দেওয়া হবে না। এরা দুর্বৃত্ত। বাংলাদেশ একটি শান্তির দেশ, এখানে সব নাগরিকে ঐক্য আমাদের কাম্য। আমরা এ দেশের এক ইঞ্চি জমিও কোনো বিদেশি শক্তির কাছে দেব না।” 

তিনি বলেন, “ইমাম-মোয়াজ্জিনদের জন্য পে-স্কেলের উদ্যোগ নেওয়া হয়েছে।”

ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনর মাওলানা শাহ মো. নেছারুল হক, আমীরুল মুসলিহীন খলিলুর রহমান নেছারাবাদী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. শহিদুল হক। 

উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালসহ জেলার গণ্যমান্য ব্যক্তিরা।

ঢাকা/অলোক/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়