ঢাকা     শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

বছরের শেষ সূর্যাস্ত দেখতে কুয়াকাটায় হাজারো পর্যটক

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৯, ৩১ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৬:৪২, ৩১ ডিসেম্বর ২০২৪
বছরের শেষ সূর্যাস্ত দেখতে কুয়াকাটায় হাজারো পর্যটক

মঙ্গলবার সকাল থেকেই কুয়াকাটা সৈকতে আনন্দে মেতে রয়েছেন পর্যটকরা

বছরের শেষ সূর্যাস্ত দেখতে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে উপস্থিত হয়েছেন দেশের বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো পর্যটক। বিদেশি পর্যটকদের পাশাপাশি  রয়েছেন স্থানীয়রাও। তারা মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল থেকেই সৈকতের বালিয়াড়ীতে উন্মাদনায় মেতে রয়েছেন। অনেকেই সমুদ্রের নোনা জলে গাঁ ভাসাচ্ছেন।

গতকাল সোমবার বিকেল থেকেই সৈকতে পর্যটকদের আগমন ঘটে। 

এদিকে, আগত পর্যটকদের নিরাপত্তায় ইতোমধ্যে কাজ করতে শুরু করেছে ট্যুরিস্ট পুলিশ, নৌ-পুলিশ ও থানা পুলিশের সদস্যরা। 

আরো পড়ুন:

খুলনা থেকে আসা সুলতান ও শায়লা দম্পতি বলেন, “২০২৪ সালের শেষ সূর্যাস্ত দেখতে এখানে এসেছি। থার্টি ফাষ্ট নাইট ঘিরে কুয়াকাটায় কোনো আয়োজন না থাকলেও আমরা হোটেলে বসে কিছু আয়োজন করব। কুয়াকাটার পরিবেশ খুবই ভালো লেগেছে। বছরের শেষ দিনটি স্মৃতি হিসেবে ধরে রাখতে আমরা অনেক মজা করছি এখানে।”

বরিশাল থেকে আসা রুবায়েত হাসান বলেন, “থার্টি ফাষ্ট নাইট উদযাপন নয়, আসলে বছরের শেষ সূর্যাস্তকে বিদায় জানাতে এবং নতুন সূর্যকে স্বাগত জানাতে পরিবারের সবাইকে নিয়ে কুয়াকাটায় এসেছি। আমাদের এলাকার সৈকত তাই ভালোই লাগছে।” 

মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, “ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি আমাদের পুলিশ সদস্যরাও মাঠে নিয়োজিত রয়েছ। পর্যটকদের সার্বিক নিরাপত্তায় আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। আশা করছি, পর্যটকরা এখানে নিরাপদে ভ্রমণ করতে পারবেন।”

ঢাকা/ইমরান/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়