ওভারটেক করতে গিয়ে মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
চট্টগ্রামের লোহাগাড়ায় সিএনজি চালিত অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শাহিনুল ইসলাম (২৪) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ের সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহত শাহিনুল ইসলাম উত্তর আধুনগর ব্যাপারি পাড়ার নাজিম উদ্দিনের ছেলে।
দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, বেপরোয়া গতির মোটরসাইকেল একটি সিএনজি চালিত অটোরিকশাকে ওভারটেক করছিল। এসময় মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসা ট্রাকের নিচে চাপা পড়ে। ঘটনাস্থালেই মৃত্যু হয় মোটরসাইকেল আরোহী শাহীনের। হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।
ঢাকা/রেজাউল/মাসুদ