সিলেট-জকিগঞ্জ সড়কে পরিবহন ধর্মঘট, যাত্রীদের দুর্ভোগ
সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সিলেটের কদমতলী বাস টার্মিনাল থেকে জকিগঞ্জের উদ্দেশে কোনো বাস ছেড়ে যায়নি
সিলেট-জকিগঞ্জ সড়কে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। চালক-শ্রমিকরা গুরুত্বপূর্ণ এ সড়কে সোমবার (৩০ ডিসেম্বর) থেকে বাস চলাচল বন্ধ রেখেছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত সড়কে পরিবহন ধর্মঘট চলছিল। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।
জকিগঞ্জের কামালগঞ্জ এলাকায় বাসের ধাক্কায় এক স্কুলছাত্রের নিহতের জের ধরে বাস ভাঙচুরের ঘটনায় সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে সিলেটের কদমতলী বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, টার্মিনাল থেকে কোনো বাস জকিগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়নি। একইভাবে জকিগঞ্জ থেকেও সিলেটের উদ্দেশে কোনো বাস ছেড়ে আসেনি।
জকিগঞ্জ যাওয়ার টার্মিনালে অপেক্ষা করছেন কালীগঞ্জের যাত্রী শামসুল ইসলাম। তিনি জানান, পরিবার নিয়ে তিনি বিকেল ৩টায় কদমতলী টার্মিনালে এসেছেন। কিন্তু কোনো বাস ছেড়ে যাচ্ছে না। তাই তিনি বিপাকে পড়েছেন।
রবিবার (২৯ ডিসেম্বর) সকালে জকিগঞ্জের কামালগঞ্জ আব্দুল মতিন কমিউনিটি সেন্টারের নিকটে সড়কের পাশে শিশু-কিশোররা ফুটবল খেলছিল। বল সিলেট-জকিগঞ্জ সড়কে চলে আসলে সেটি আনতে আবির আহমদ (১৪) দৌড় দেয়। এ সময় দ্রুতগামী বাসের ধাক্কায় আবির গুরুতর আহত হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় পরিবহন শ্রমিকরা ধর্মঘট পালন করছেন।
এ ব্যাপারে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন জানান, প্রশাসনের পক্ষ থেকে দাবি আদায়ের ব্যাপারে আশ্বাস পাওয়া যায়নি। তাদের ধর্মঘট চলবে।
ঢাকা/নুর/বকুল