সংস্কার কাজ দ্রুত এগিয়ে চলছে: ধর্ম উপদেষ্টা
বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম
বরিশাল নগরীর ইসলামিক ফাউন্ডেশনের মিলনায়তনে ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় সভায় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন
অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “সংস্কার কাজ দ্রুত এগিয়ে চলছে। যখন এই কাজ শেষ হবে তখন নির্বাচন হবে। যারা নির্বাচিত হয়ে আসবে তাদের কাছে আমরা ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেব। এক্ষেত্রে আপনাদের সবার সহযোগিতা চাই। আমাদের সবচেয়ে বড় প্রয়োজন ঐক্য।”
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে বরিশাল নগরীর ইসলামিক ফাউন্ডেশনের মিলনায়তনে ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আ ফ ম খালিদ হোসেন বলেন, “এই দেশে প্রত্যেক নাগরিকের সমান অধিকার। তাদের অধিকার প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারবদ্ধ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে আমরা শোষণ ও বৈষম্যহীন রাষ্ট্র উপহার দিতে চাই।”
তিনি আরো বলেন, “আগে মন্ত্রীদের সুপারিশে অনেকে ধর্ম মন্ত্রণালয়ের খরচে হজে যেতেন। এখন আর কোনো অতিথিকে ধর্ম মন্ত্রণালয়ের খরচে হজ করানো হবে না। হজ ব্যবস্থাপনায় যারা সরাসরি জড়িত, শুধুমাত্র তারা সরকারি খরচে হজ করতে পারবেন। হাজীদের সঙ্গে যদি কোনো এজেন্সি প্রতারণা করে, তাহলে গোয়েন্দা সংস্থার মাধ্যমে তাদের ধরে বিচার করা হবে।”
বরিশাল জেলা প্রশাসক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন- বরিশাল জেলা পুলিশ সুপার শরিফ উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর মাওলানা শাহ মো. নেছারুল হক প্রমুখ। ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত সভায় ইমাম প্রশিক্ষণ একাডেমিতে প্রশিক্ষণরত ইমাম-মুয়াজ্জিনরা অংশ নেন।
ঢাকা/পলাশ/মাসুদ