পটুয়াখালীতে অজগর সাপ উদ্ধার
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
উদ্ধার হওয়া বার্মিজ অজগর
পটুয়াখালীতে ৫ ফুট লম্বা বার্মিজ পাইথন বা বার্মিজ অজগর সাপ উদ্ধার করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে বনবিভাগের সহায়তায় সদর উপজেলার মরিচপুর এলাকার অভিযান চালিয়ে এক সাপুড়ের কাছ থেকে সাপটি উদ্ধার করা হয়।
সাদা, কালো ও গাঢ় বাদামি বর্ণের সাপটি নির্বিষ প্রজাতির। পরে আর সাপ ধরবে না এবং সাপ দিয়ে খেলা দেখাবে না মর্মে মুচলেখা দিলে ওই সাপুড়েকে ছেড়ে দেওয়া হয়।
এনিমেল লাভারস পটুয়াখালীর টিম লিডার আসাদুল্লাহ হাসান মুসা বলেন, ওই সাপুড়ে দীর্ঘদিন ধরে সাপটি দিয়ে খেলা দেখিয়ে বিভিন্ন তাবিজ কবজ বিক্রি করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাপটি উদ্ধার করা হয়। সাপটি কিছুটা আহত অবস্থায় থাকায় প্রাথমিক চিকিৎসা শেষে সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে।
পটুয়াখালী সদর উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা নয়ন মিস্ত্রি বলেন, বার্মিজ অজগর সাপটির প্রাথমিক চিকিৎসা চলছে। বন্যপ্রাণী রক্ষায় বনবিভাগ কাজ করছে। এ কাজে প্রাণীকল্যাণ সংস্থা এনিমেল লাভারস অফ পটুয়াখালী সংগঠনের সদস্যরা সহযোগিতা করছে।
ঢাকা/ইমরান/বকুল