ঢাকা     শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২০ ১৪৩১

বাগেরহাট জেলা পরিষদে দুদকের অভিযান

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪২, ৩১ ডিসেম্বর ২০২৪  
বাগেরহাট জেলা পরিষদে দুদকের অভিযান

বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সরকারি অর্থ আত্মসাতের চেষ্টার অভিযোগে বাগেরহাট জেলা পরিষদে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুদকের সমন্বিত বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইদুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। 

অভিযানে জেলা পরিষদের গেট, ভবনের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের মুরাল ও বিভিন্ন স্থাপনা পরিদর্শন করা হয়। পাশাপাশি জেলা পরিষদ বাগেরহাটের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে তিনি নিজেকে এ অভিযোগ থেকে নির্দোষ দাবি করেন।  

গত আগস্টে স্থানীয় সরকার বিভাগ থেকে বাগেরহাট জেলা পরিষদের কাছে বৈষম্যবিরোধী আন্দোলনের কারণে হওয়া ক্ষয়ক্ষতির একটি প্রতিবেদন চাওয়া হয়। জেলা পরিষদ থেকে প্রেরিত প্রতিবেদনে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষতির কথা উল্লেখ করা হয়। প্রতিবেদনে দাবি করা হয়, জেলা পরিষদ ভবনের সামনের মুরাল, গেট ও সিসি ক্যামেরাসহ অন্যান্য স্থাপনা ভাঙচুরের কারণে এ ক্ষতি হয়েছে।  

আরো পড়ুন:

অভিযানে অংশ নেওয়া দুদকের কর্মকর্তারা জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ ও দাবির যৌক্তিকতা যাচাই করতেই এ অভিযান চালানো হয়। প্রাথমিক তদন্তে দেখা গেছে, প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ হাজার থেকে এক লাখ টাকার বেশি নয়।  

দুদক কর্মকর্তারা আরো জানান, অভিযানে পাওয়া তথ্য এবং নথি যাচাই-বাছাই শেষে প্রতিবেদন আকারে তা প্রধান কার্যালয়ে পাঠানো হবে। এর ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

দুদকের সহকারী পরিচালক মো. সাইদুর রহমান বলেন, ‘‘অভিযানের সময় বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করেছি। এগুলো বিশ্লেষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’’

ঢাকা/শহিদুল/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়