টেকনাফে অপহরণের ৪৮ ঘণ্টা পর উদ্ধার ১৮ বনকর্মী
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কক্সবাজারের টেকনাফে ১৮ জন বনকর্মীকে অপহরণের ৪৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার জাদিমুড়া ও জুম্মাপাড়া পাহাড়ী এলাকায় অপহৃতদের ছেড়ে দেয় অপহরণকারীরা। পরে তাদের উদ্ধার করে র্যাব-১৫ এর হেফাজতে নেওয়া হয়।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, অপহৃতদের উদ্ধার করতে সোমবার থেকে র্যাব ও অন্যান্য বাহিনীর সমন্বয়ে পাহাড়ে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। এক পর্যায়ে অপহরণকারীরা ১৮ জন শ্রমিককে ছেড়ে দেয়। তারা অক্ষত অবস্থায় র্যাব হেফাজতে রয়েছেন।
এর আগে দুপুরে ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুই ব্যক্তিকে আটক করা হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হবে।
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. নুরুল ইসলাম বলেন, পাহাড়ে বনবিভাগের কাজে নিয়োজিত ১৮ জন শ্রমিককে অপহরণ করে দুর্বৃত্তরা। তাদের উদ্ধারে র্যাবসহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা পাহাড়ে অভিযান পরিচালনা করেন। অপহরণকারীরা মঙ্গলবার সন্ধ্যার দিকে ১৮ জন শ্রমিককে ছেড়ে দেয়। তবে শ্রমিকদের পক্ষ থেকে কোন মুক্তিপণ দেয়া হয়নি।
বন বিভাগীয় কর্মকর্তা মো. নুরুল ইসলাম আরও বলেন, ১৮ জন শ্রমিককে অপহরণের ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন দুই জন আটক রয়েছেন। এব্যাপারে পরবর্তী আইনী প্রক্রিয়া পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।
এদিকে মঙ্গলবার সকালে টেকনাফের হোয়াইক্যং-শামলাপুর সড়কের পাহাড়ী ঢালা নামক এলাকা থেকে ৮ জন স্থানীয় বাসিন্দাকে সিএনজি চালিত অটোরিকশাসহ অপহরণ করে পাহাড়ে নিয়ে যায় অপহরণকারীরা। পরে অভিযানে সিএনজি অটোরিকশা দুটি উদ্ধার করলেও অপহৃতদের খোঁজ মেলেনি।
গত সোমবার (৩০ ডিসেম্বর) রাত ১১টায় টেকনাফের বাহারছড়া বড় ডেইল এলাকায় নিজ দোকান থেকে ফাঁকা গুলি বর্ষণ করে জসিম উদ্দিন (৩৫) নামে একজনকে অপহরণ করে নিয়ে যায় একদল পাহাড়ি অস্ত্রধারী সন্ত্রাসী। তিনি বাহারছড়া বড় ডেইল ৮ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা নাজিম উদ্দিন মাস্টারের ছেলে।
ঢাকা/তারেক/রাসেল