ঢাকা     শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২০ ১৪৩১

নতুন বছরের সূর্যের আলোয় উজ্জ্বল কক্সবাজার

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৩, ১ জানুয়ারি ২০২৫   আপডেট: ০৮:৩৫, ১ জানুয়ারি ২০২৫
নতুন বছরের সূর্যের আলোয় উজ্জ্বল কক্সবাজার

নতুন সূর্যোদয়ের আলোয় মিশে গেল পুরোনো বছরের স্মৃতি। বুধবার (১ জানুয়ারি) ভোরে কুয়াশা ভেদ করে বছরের প্রথম সূর্যের আলোতে উজ্জ্বল হয়ে উঠেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার। নতুন বছর ২০২৫-কে স্বাগত জানাতে এসময় সৈকতে ভিড় করেন অসংখ্য পর্যটক ও প্রকৃতিপ্রেমীরা।

নতুন বছরের প্রত্যাশা শুধু আলোকিত একটি সকালেই সীমাবদ্ধ নয়। পর্যটকদের মতে, এই বছর হবে সম্ভাবনাময় স্বপ্ন বাস্তবায়নের একটি যুগান্তকারী অধ্যায়।

আজ ভোর সাড়ে ৬টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, শীতের সকালে পরিবার ও বন্ধুদের সঙ্গে সমুদ্রসৈকতে নতুন বছরের সূর্যকে উপভোগ করছেন পর্যটকরা। তারা জানান, কুয়াশা ভেদ করে বছরের প্রথম সূর্য উঁকি দিয়েছে। সূর্যদয় দেখতে তারা সৈকতে ছুটে এসেছেন।

আরো পড়ুন:

ঢাকা থেকে আসা পর্যটক সাদিয়া ইসলাম বলেন, “এমন সুন্দর সূর্যোদয় আগে কখনো দেখিনি। নতুন বছরের শুরুটা এমন অপূর্বভাবে করতে পেরে দারুণ লাগছে।”

চট্টগ্রামের একদল বন্ধু মিলে ভোরে সৈকতে এসেছিলেন। তাদের একজন রফিকুল ইসলাম। তিনি বলেন, “নতুন বছরে যেন জীবনের সব বাধা কেটে যায়, এটাই প্রত্যাশা। আজকের সূর্য আমাদের সেই আশার আলো দেখাচ্ছে।”

নতুন বছরের প্রথম দিন উপলক্ষে সৈকতে ছিল বাড়তি নিরাপত্তার ব্যবস্থা। ট্যুরিস্ট পুলিশ, লাইফগার্ড এবং বিচকর্মিরা দিন শেষে রাতেও নিরাপত্তা জোরদার রেখেছেন সৈকতে।

সুগন্ধা পয়েন্টের দায়িত্বে থাকা বিচকর্মিদের সহকারী সুপারভাইজার বেলাল হোসেন বলেন, ‍“মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরের পর থেকে পর্যটকের ঢল নামে। রাত ১২টার মধ্যে হাজারো মানুষ জমায়েত হয়। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু পর্যটক আতশবাজি ফাটানোর চেষ্টা করেছেন। তাদের সতর্ক করেছি এবং কিছু আতশবাজি জব্দ করেছি।”

কক্সবাজার জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার (পর্যটন সেল) মো. তানভীর হোসেন বলেন, “গতকাল মঙ্গলবার বছরের শেষ দিন সৈকতের প্রতিটি পয়েন্টে বিচকর্মি ও প্রশাসনের সদস্যরা সক্রিয় ছিলেন, যাতে কোনো সমস্যা না হয়।”

ঢাকা/তারেকুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়