ঢাকা     শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২০ ১৪৩১

পঁচিশের সূর্যোদয় দেখা হলো না কুয়াকাটার পর্যটকদের

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৭, ১ জানুয়ারি ২০২৫   আপডেট: ১১:৪০, ১ জানুয়ারি ২০২৫
পঁচিশের সূর্যোদয় দেখা হলো না কুয়াকাটার পর্যটকদের

ঘন কুয়াশার কারণে নতুন বছরের প্রথম সূর্যোদয় উপভোগ করতে না পারলেও সৈকতের তীরে আছড়ে পড়া সমুদ্রের ঢেউ মুগ্ধ করেছে পর্যটকদের

আগের বছরের দুঃখ-গ্লানি ভুলে নতুন বছরের প্রথম সূর্যোদয় উপভোগ করতে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে হাজির হয়েছিলেন হাজারো পর্যটক। 

বুধবার (১ জানুয়ারি) কাকডাকা ভোরে ২০২৫ সালের প্রথম সূর্যোদয় উপভোগ করতে চর গঙ্গামতি, গঙ্গামতি, ঝাউবন ও জিরো পয়েন্টে উপস্থিত হন পর্যটকরা। তবে ঘন কুয়াশার কারণে বিশেষ এই মুহূর্তটি উপভোগ করতে না পারলেও সৈকতের তীরে আছড়ে পড়া বঙ্গোপসাগরের ছোট ছোট ঢেউ এবং প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করেছে পর্যটকদের। 

এদিকে, কুয়াকাটায় বুকিং রয়েছে ৬০ থেকে ৭০ ভাগ হোটেল-মোটেলের রুম। পর্যটক আসায় বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে পুলিশ বাহিনীর সদস্যরা।

আরো পড়ুন:

বরিশাল থেকে আসা পর্যটক সোহান হোসেন বলেন, “কুয়াকাটায় এসেছি পুরনো বছরে, বাড়ি ফিরবো নতুন বছরে। আজ ভোরে নতুন বছরের প্রথম সূর্যোদয় দেখতে সৈকতে এসেছিলাম। ঘন কুয়াশার কারণ সূর্যোদয় উপভোগ করতে পারিনি। তবে, গতকাল ২০২৪ সালের সূর্যাস্ত উপভোগ করেছি। এখানে প্রকৃতি দেখে আমরা মুগ্ধ।” 

ঢাকার মিরপুর থেকে আসা পর্যটক লামিয়া হোসেন বলেন, “ভোর ৫টায় সূর্যোদয় উপভোগ করতে গঙ্গামতি এসেছি। ঘন কুয়াশার কারণে বিশেষ এই মুহূর্তটি উপভোগ করতে পারিনি। তবে আজকের আবহাওয়া এবং সমুদ্রের ছোট ছোট ঢেউ বেশ ভালোই লেগেছে।”

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের অফিসার্স ইনচার্জ সাখাওয়াত হোসেন তপু বলেন, “পর্যটকদের নিরাপদ ভ্রমণের জন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। বিভিন্ন পর্যটন স্পটে পুলিশ মোতায়েন রয়েছে।” 

ঢাকা/ইমরান/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়