ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কারখানা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করল এস আলম গ্রুপ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৫, ১ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৭:১৭, ১ জানুয়ারি ২০২৫
কারখানা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করল এস আলম গ্রুপ

ঋণপত্র (এলসি) খুলতে না পারায় কাঁচামালের অভাবে সপ্তাহখানেক আগে অনির্দিষ্টকালের জন্য ৯টি কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয় এস আলম গ্রুপ। তবে কারখানা বন্ধের সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নোটিশ দিয়েছে শিল্পগ্রুপটি। 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এস আলম গ্রুপের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিন স্বাক্ষরিত এক দাপ্তরিক বিজ্ঞপ্তিতে কারখানা বন্ধের নোটিশটি প্রত্যাহার করা হয়। 

জানা যায়, এলসি খুলতে না পারায় কাঁচামালের সংকট দেখিয়ে গত ২৪ ডিসেম্বর চট্টগ্রামে এস আলমের ৯টি কারখানা বন্ধের নোটিশ জারি করে কর্তৃপক্ষ। কারখানাগুলো হলো- এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিল নফ, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড, ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, চেমন ইস্পাত লিমিটেড, এস আলম ব্যাগ ও এস আলম স্টিল। 

এস আলম গ্রুপের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, মঙ্গলবার ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে বন্ধের নোটিশ প্রত্যাহার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সব কর্মকর্তা-কর্মচারীর অবগতির জন্য জানানো যাচ্ছে, গত ২৪ ডিসেম্বর দেওয়া কারখানা বন্ধের নোটিশ প্রত্যাহার করা হলো। যা বুধবার (১ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

ঢাকা/রেজাউল/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়