ময়মনসিংহে শিক্ষার্থীদের নতুন বই বিতরণ উদ্বোধন
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ময়মনসিংহে বছরের প্রথম দিন বই বিতরণ শুরু হয়েছে। সকাল থেকে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ শুরু হয়। ইতোমধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও দশম শ্রেণির পাঠ্যবই সব শিক্ষাপ্রতিষ্ঠানে দেওয়া হলেও চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা নতুন বই পাচ্ছে না। বছরের শুরুতে বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।
বুধবার (১ জানুয়ারি) ময়মনসিংহ জিলা স্কুলে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মুফিদুল আলম।
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, এবার জেলায় মোট প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৪ হাজার ৭১৯টি। এতে মোট শিক্ষার্থী প্রায় আট লাখ। নতুন বইয়ের লক্ষ্যমাত্রা ৪০ লাখ। জেলায় মাধ্যমিকে ৯৯৮টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এরমধ্যে ৩৮৬টি মাদ্রাসা এবং ৬১২টি উচ্চবিদ্যালয়ে প্রায় সাত লাখ শিক্ষার্থী রয়েছে। তাদের মধ্যে ৮০ লাখ বই বিতরণ করা হবে।
এ সময় প্রশাসক মুফিদুল আলম বলেন, “চলতি মাসের মধ্যেই সকল শিক্ষার্থীরা বই হাতে পাবে। যারা বই পায়নি তারা সফট কপির মাধ্যমে পড়াশোনা চালিয়ে যেতে পারবে।”
দেশে উৎসব করে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দেওয়ার রেওয়াজ শুরু হয় ২০১০ সালে। তবে বিগত দুই-তিন বছর শিক্ষাবর্ষের শুরুতে ১ জানুয়ারি উৎসব করে বই বিতরণ শুরু হলেও কিছু ক্ষেত্রে সব শিক্ষার্থীর হাতে সব নতুন বই দেওয়া যায়নি।
এবার বিনামূল্যে বিতরণের জন্য প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত মোট পাঠ্যবইয়ের সংখ্যা ৪০ কোটির বেশি। এসব পাঠ্যবই প্রণয়ন ও ছাপার কাজের দায়িত্ব জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি)।
ঢাকা/মিলন/ইমন