মুন্সীগঞ্জে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৩:২৯, ১ জানুয়ারি ২০২৫
দুস্থ অসহায় ও শীতার্ত ৫ শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে মুন্সীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি’ ১৯৯৫ ব্যাচের শিক্ষার্থীরা।
বুধবার (১ জানুয়ারি) সকাল ১০টার দিকে দর্পণা কমিনিউটি সেন্টারে শীতার্ত মানুষের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় এসএসসি’ ৯৫ ব্যাচ শিক্ষার্থী এস এম শামীম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদিউজ্জামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মো. হালিম হোসেন ও এসএসসি ৯৫ ব্যাচের শিক্ষার্থীরা।
ঢাকা/রতন/ইমন