ঢাকা     শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২০ ১৪৩১

নারায়ণগঞ্জে থার্টি ফাস্ট নাইট উদযাপন নিয়ে সংঘর্ষ, যুবক নিহত

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪০, ১ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৩:৪২, ১ জানুয়ারি ২০২৫
নারায়ণগঞ্জে থার্টি ফাস্ট নাইট উদযাপন নিয়ে সংঘর্ষ, যুবক নিহত

নিহত হৃদয়

নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের পাগলা বউ বাজার রেলস্টেশন এলাকায় থার্টি ফার্স্ট নাইট উদযাপনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে হৃদয় (২০) নামে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত সোয়া ১২টার দিকে ঘটনাটি ঘটে।

নিহত হৃদয় ফতুল্লা থানার পাগলা বউ বাজার এলাকার হাবির মিয়ার ছেলে। আহতরা হলেন- সানি (২০), আপন (২১) এবং রাব্বি (২৫)।

আরো পড়ুন:

নিহতের বন্ধু সাব্বির জানান, ‍থার্টি ফার্স্ট নাইট উদযাপনের সময় পূর্ব শত্রুতার জেরে একই এলাকার ৭-৮ জন যুবক তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত হৃদয়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, পাগলা বউ বাজার রেলস্টেশন সংলগ্ন খেলার মাঠে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে দুটি গ্রুপ ডিজে পার্টি ও কনসার্টের আয়োজন করেছিল। পাশাপাশি কনসার্টের কারণে গ্রুপগুলোর মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর তারা সংঘর্ষে জড়ায়। এসময় হৃদয়কে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

ফতুল্লা মডেল থানার ওসি মো. শরিফুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। দোষীদের গ্রেপ্তারে অভিযান চলছে। তাদের আইনের আওতায় আনা হবে।”

ঢাকা/অনিক/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়