বরিশালে ৪ লাখ ৬৯ হাজার প্রাথমিকের বই সরবরাহ
বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম
নতুন বই পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা
বরিশালে নতুন বছরের শুরুতে প্রাথমিকের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই। তবে, এ বছর চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক বই সরবরাহ না পাওয়ায় সব শিক্ষার্থীদের নতুন বই বিতরণ করতে পারেনি স্কুলগুলো। এবার, প্রাথমিকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও মাধ্যমিকে শুধু ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বই দেওয়া হয়েছে।
বরিশাল জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন বলেন, “বছরের প্রথম দিন আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করেছি। আমরা চেষ্টা করছি, আগামী ২০ জানুয়ারির মধ্যে সবার হাতে নতুন বই তুলে দিতে পারব।”
নাম প্রকাশ না করার শর্তে বরিশাল প্রাথমিক শিক্ষা অফিসের এক কর্মকর্তা জানান, বরিশালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ১২ লাখ ২৫ হাজার ১৯০ পিস বইয়ের চাহিদা ছিল। এর বিরপীতে বছরের প্রথম দিন ৪ লাখ ৬৯ হাজার ৬৮০ পিস বই সরবরাহ করা হয়েছে। এখনো ঘাটতি রয়েছে ৭ লাখ ৫৫ হাজার ৫১০ পিস বইয়ের।
বুধবার (১ জানুয়ারি) সকাল ১০টা থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। বছরের প্রথম দিন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বাংলা, গণিত ও ইংরেজি বই তুলে দেওয়া হয়েছে। চতুর্থ ও পঞ্চশ শ্রেণির শিক্ষার্থীরা এ দিন নতুন বই হাতে পায়নি।
বরিশাল জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রধান সহকারী মাসুদ আলম বলেন, “মাধ্যমিক পর্যায়ে সামান্য পরিমাণ বই সরবরাহ করা হয়েছে। বরিশালের ১০টি উপজেলায় ২৯ লাখ ৯৯ হাজার ৫২৯ পিস বইয়ের প্রয়োজন। সরবরাহ করা হয়েছে মাত্র ১ লাখ ৫২ হাজার ৫২৬ পিস বই। মাধ্যমিক পর্যায়ে কেবল ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই দেওয়া হয়েছে। তাদের বাংলা, গণিত ও ইরেজি বই দেওয়া হয়েছে। কিন্তু সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা বই দেওয়া সম্ভব হয়নি।”
ঢাকা/পলাশ/মাসুদ