ধামরাইয়ে বাকবিতণ্ডার জেরে যুবক গুলিবিদ্ধ
সাভার (ঢাকা) সংবাদদাতা || রাইজিংবিডি.কম
গুলিবিদ্ধ আকাশ সরকার
ঢাকার ধামরাই উপজেলায় তুচ্ছ ঘটনায় বাকবিতণ্ডার জের ধরে আকাশ সরকার (১৮) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান বুধবার (১ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে উপজেলার রোয়াইল ইউনিয়নের রোয়াইল গ্রামে তাকে গুলি করা হয়।
গুলিবিদ্ধ আকাশ রোয়াইল গ্রামের প্রতুল সরকারের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ধামরাই থানার পুলিশ জানান, আজ বুধবার সকালে রোয়াইলে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে বলে জানতে পারে ধামরাই থানার পুলিশ। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তারা স্থানীয়দের কাছ থেকে ঘটনার প্রাথমিক তথ্য সংগ্রহ করে।
পুলিশ জানান, মঙ্গলবার রাতে নতুন বছর বরণের লক্ষ্যে রোয়াইল গ্রামে খিচুড়ির আয়োজন করা হয়। আয়োজকদের একজনের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। তিনি উল্লাস করতে ফাঁকা গুলি ছুড়তে চেয়ে ব্যর্থ হন। পরে কোনো একটি বিষয় নিয়ে তর্কাতর্কির জের ধরে আকাশের বুকে গুলি করা হয়।
আকাশ সরকারের বাবা প্রতুল সরকার জানান, রাতে মাঠে ব্যাটমিন্টন খেলা শেষে আকাশ পাশের বাড়িতে গান শুনতে যায়। সেখানে তর্কাতর্কির একপর্যায়ে গুলিবিদ্ধ হয়। রাব্বি খান নামে একজন গুলি ছোঁড়ে।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ইনচার্জ মো. ইউসুফ জানান, রাত ১টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় আকাশকে হাসপাতালে আনা হয়। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। তার বুকে গুলি লেগেছে।
ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান জানান, আহত যুবকের পরিবারের সদস্যরা এখনো অভিযোগ দেয়নি। ঘটনার জন্য দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
ঢাকা/সাব্বির/বকুল