রাজশাহীতে অপহৃত সেই নারী চিকিৎসক পাবনায় উদ্ধার, গ্রেপ্তার ৪
পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
অপহরণের অভিযোগে গ্রেপ্তার ৪ জন
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা আবাসিক এলাকা থেকে অপহৃত নারী চিকিৎসক শাকিরা তাসনিম দোলাকে (২৬) পাবনা থেকে উদ্ধার করেছে র্যাব। এ সময় অপহরণে জড়িত অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) দুপুরে র্যাব-১২ পাবনা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান। এর আগে, গতকাল রাতে পাবনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে মনসুরাবাদ আবাসিক এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার ও অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।
উদ্ধার হওয়া চিকিৎসক শাকিরা তাসনিম দোলা চন্দ্রিমা আবাসিক এলাকার আবু তাহের মো. খুরশিদের মেয়ে। সম্প্রতি তিনি রাজশাহীর একটি বেসরকারি মেডিকেল কলেজ থেকে ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) শেষ করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- পাবনার সাঁথিয়া উপজেলার বামনডাঙ্গা গ্রামের আবু হানিফের ছেলে তানজিম খান তাজ (৩০), সুজানগর উপজেলার চর গোবিন্দপুর গ্রামের শহিদ মল্লিকের ছেলে সেলিম মল্লিক (৩৫), সিরাজগঞ্জের চৌহালী থানার বড়ংগাইল দক্ষিণপাড়ার সোলায়মান আলীর ছেলে সজীব হোসেন (২৩) ও সুজানগর উপজেলার বদনপুর গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (৩৫)।
সংবাদ সম্মেলনে র্যাব-১২ পাবনার কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান বলেন, ‘‘গত ৩০ ডিসেম্বর ভোরে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা আবাসিক এলাকার বাসা থেকে শাকিরা তাসনিম দোলা ও তার বাবা আবু তাহের মো. খুরশিদকে অপহরণ করা হয়। পরে সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় আবু তাহরে মো. খুরশিদকে ফেলে যায় অপহরণকারীরা। এ ঘটনায় নারী চিকিৎসকের বাবা বাদী হয়ে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন। এর পরপরই শাকিরা তাসনিমকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারে অভিযানে নামে র্যাব। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভুক্তভোগী চিকিৎসককে উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’’
ঢাকা/শাহীন/রাজীব