নিজ দোকান থেকে চা বিক্রেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নিহতের বাড়িতে প্রতিবেশীদের ভিড়
কুষ্টিয়ার কুমারখালীতে নিজ দোকান থেকে এক চা বিক্রেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জানুয়ারি) সকালে উপজেলার নন্দলালপুর ইউনিয়ন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম শামীম হোসেন (৩৫)। তিনি ওই গ্রামের মৃত আলাউদ্দিন হোসেনের ছেলে ও পেশায় এক জন চা বিক্রেতা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত থেকে শামীমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা অনেক জায়গায়া খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। বুধবার সকালে শামীমের ছেলে দোকানে আসে। এ সময় বাবার ঝুলন্ত মরদেহ দেখেতে পেয়ে আশপাশের লোকজনকে ডাক দেয়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান শেখ বলেন, ‘‘নিজ দোকান থেকে এক চা বিক্রেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে তার মৃত্যুর আসল কারণ জানা যাবে।’’
ঢাকা/কাঞ্চন/রাজীব