দেবিদ্বারে কার্টনে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার
কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৮:১৯, ১ জানুয়ারি ২০২৫
আপডেট: ১৮:৩২, ১ জানুয়ারি ২০২৫
ফাইল ফটো
কুমিল্লার দেবিদ্বারে কার্টনে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জানুয়ারি) দেবিদ্বার-চান্দিনা সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তিন শিশু খেজুরের রস সংগ্রহে গিয়ে সড়কের পাশে একটি কার্টন দেখতে পায়। পরে কার্টন খুললে এক নবজাতকের মরদেহ দেখতে পায় তারা। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন মো. ইলিয়াস বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে। তার পরিচয় না পাওয়ায় লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে।’’
ঢাকা/রুবেল/রাজীব