নবীগঞ্জে ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
হবিগঞ্জের নবীগঞ্জে ট্রাক্টরচাপায় আহমদ আলী সুমন (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১ জানুয়ারি) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আহমদ আলী সুমন হবিগঞ্জের বাহুবল উপজেলায় চলিতাতলা গ্রামের ছোরাব আলীর ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন কামরান নামের আরেকজন।
শেরপুর হাইওয়ে থানার সহকারী টাউন উপ-পরিদর্শক (এটিএসআই) ওয়াজ উদ্দিন বলেন, ‘‘সুমন ও কামরান নামের দুই আরোহী মোটরসাইকেলযোগে বাহুবল থেকে সিলেট অভিমুখে যাচ্ছিলেন। মুড়াউড়া ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস ও ট্রাক্টরের মাঝে পড়ে নিয়ন্ত্রণ হারান মোটরসাইকেল চালক। এ সময় সুমন ছিটকে পড়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।’’
তিনি আরো বলেন, ‘‘সুমনের মরদেহ, দুর্ঘটনাকবলিত ট্রাক্টর ও মোটরসাইকেলটি শেরপুর হাইওয়ে থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আহত কামরান স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।’’
ঢাকা/মামুন/রাজীব