‘জাতীয় পার্টিকে ছাড়া কোনো নির্বাচন করতে দেওয়া হবে না’
রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, ‘‘অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যমূলকভাবে জাতীয় পার্টিকে বিচ্ছিন্ন ও কোণঠাসা করার অপচেষ্টা করছে।’’
‘‘তারা নির্বাচনে ডাকুক বা না ডাকুক, জাতীয় পার্টি তার তোয়াক্কা করে না। আগামী নির্বাচনে চীনের প্রাচীরের মতো বাধা আসলেও সেটা অতিক্রম করে জাতীয় পার্টি নির্বাচন করবে।’’- যোগ করেন তিনি।
বুধবার (১ জানুয়ারি) বিকেলে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মোস্তাফিজার রহমান বলেন, ‘‘এর আগে আমরা বলেছিলাম নো এরশাদ, নো ইলেকশন; আমাদের সেই সিদ্ধান্ত সফল হয়েছিল। সেই সময় এরশাদকে নিয়ে নির্বাচন করতে বাধ্য করা হয়েছিল। সামনের দিনেও জাতীয় পার্টিকে ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না।’’
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘‘আপনারা আওয়ামী লীগকে না বলছেন, কারণ আওয়ামী লীগ ফ্যাসিস্ট ছিল; ভালো কথা। কিন্তু, জাতীয় পার্টি কী অপরাধ করেছে? জাতীয় পার্টি কোথায় ব্যাংক ডাকাতি করেছে? কোথায় হাজার কোটি টাকা লোপাট করেছে? আপনার একটা উদাহরণও দেখাতে পারবেন না।’’
ঢাকা/আমিরুল/রাজীব