অনুপ্রবেশের অভিযোগে ২ ভারতীয় নাগরিক আটক
সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আটক ২ ভারতীয় নাগরিক
সিলেট সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ২ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
আটককৃতরা হলেন- ভারতের শিলংয়ের ইস্ট খাসিয়া হিল জেলার পানিয়াসাল থানাধীন ওয়ামলিংক এলাকার কয়াইতেরের ছেলে ব্লোমিং স্টার (৩২) এবং একই জেলার সাইগ্রাম থানাধীন বার্মন এলাকার গোমারুর ছেলে লোকাস (৫৫)।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ‘‘সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/নূর/রাজীব