চিন্ময় কৃষ্ণের জামিন শুনানিতে অংশ নিতে আদালতে ১১ আইনজীবী
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী (ফাইল ফটো)
চট্টগ্রাম কারাগারে বন্দি সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানিতে অংশ নিতে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে এসেছেন সুপ্রিম কোর্টের ১১ জন আইনজীবী।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে আইনজীবীরা আদালতে আসেন। আর কিছুক্ষণের মধ্যে চিন্ময় দাসের জামিন শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) এএএম হুমায়ুন কবির বলেন, “আজ চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির নির্ধারিত তারিখ রয়েছে। এই কারণে চট্টগ্রাম আদালত এলাকা কঠোর নিরাপত্তায় রেখেছে পুলিশ। নির্ধারিত বিচারপ্রার্থী ছাড়া কাউকে আদালতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।”
এদিকে চিন্ময় কৃষ্ণের জামিন শুনানিকে কেন্দ্র করে আদালতের বাইরে বিজিবি ও সেনা সদস্যদেরও টহল লক্ষ্য করা গেছে।
ঢাকা/রেজাউল/টিপু