ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

গাইবান্ধায় বিএনপির দুই গ্রুপে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া

গাইবান্ধা প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৭, ২ জানুয়ারি ২০২৫  
গাইবান্ধায় বিএনপির দুই গ্রুপে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া

গোবিন্দগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এছাড়া নেতাকর্মীদের লাঠি ও ধারালো অস্ত্র হাতে মহড়া দিতেও দেখা গেছে।

বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত গোবিন্দগঞ্জ পৌর শহরের কুঠিবাড়ি সড়ক, থানা মোড় ও বাজার সড়ক এলাকায় এ ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর ব্যানারে ছোট অক্ষরে নাম লেখাকে কেন্দ্র করে জেলা বিএনপির সহ-সভাপতি ও গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক কবির আহমেদ এবং উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে এই ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। 

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, “ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের ব্যানারে জেলা বিএনপির সহ-সভাপতি ও গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক কবির আহমেদের নাম ছোট অক্ষরে লেখার কারণে  ফারুক কবির আহমেদের সঙ্গে থাকা নেতাকর্মীরা উত্তেজিত হন। এক পর্যায়ে তারা অনুষ্ঠান চলাকালে ব্যানারটি খুলে ফেলেন। এ নিয়ে উভয়ের মধ্যে ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। পরবর্তীতে ছাত্রদলের নেতাকর্মীরা ফারুক আহমেদের বাসার গেটে ইটপাটকেল ছুঁড়ে মারেন। খবর পেয়ে ফারুকের সমর্থকরাও তাদেরকে ধাওয়া করেন। ঘণ্টাব্যাপী এ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে তেমন আহত হওয়ার ঘটনা ঘটেনি।” 

এ বিষয়ে জানতে জেলা বিএনপির সহ-সভাপতি ও গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক কবির আহমেদের মুঠোফোনে কল করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। 

গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ বলেন, “ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের ব্যানারে লেখা নাম ছোট অক্ষরে হওয়ায় ফারুক কবির আহমেদের সঙ্গে থাকা নেতাকর্মীরা উত্তেজিত হয়। এক পর্যায়ে ব্যানারটি তারা খুলে ফেলেন। এ নিয়ে উভয়ের মধ্যে ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।” 

ওসি বুলবুল ইসলাম বলেন, “কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। একজন আহত হলেও রাতেই তিনি বাড়ি ফিরে যান। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/মাসুম/টিপু 


সর্বশেষ

পাঠকপ্রিয়