ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

উখিয়ায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৪, ২ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৪:২৫, ২ জানুয়ারি ২০২৫
উখিয়ায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের উখিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার থাইংখালী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- সাতক্ষীরা খলিশখালী এলাকার আনিছ গাজীর ছেলে লিটন গাজী (১৮) ও উখিয়া ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্প, জে/৫ ব্লকের মোহাম্মদ রফিকের ছেলে আব্দুর রহমান (১৮)।

উখিয়ার হাইওয়ে পুলিশের শাহপরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি মাহাবুল কবির বলেন, “কক্সবাজার থেকে ছেড়ে আসা টেকনাফমুখী একটি যাত্রীবাহী বাস ও কক্সবাজারমুখী মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে রোহিঙ্গাসহ দুইজন নিহত হন। দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

ঢাকা/তারেকুর/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়